Aajbikel

হিন্দি ভাষাকে আবশ্যিক করার প্রয়াস কেন্দ্রের! মাতৃভাষা দিবসে হল প্রতিবাদ কর্মসূচি

 | 
bangla

কলকাতা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দেশ তথা রাজ‍্যে প্রতিবাদ কর্মসূচি পালন করল 'অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি'। বাংলার সব জেলায় এদিন এই সংগঠনের নেতৃত্বে কর্মসূচি পালিত হয়। মূলত শিক্ষার সর্বস্তরে হিন্দি ভাষাকে আবশ্যিক করা সেই সঙ্গে মাতৃভাষা ও ইংরেজির গুরুত্ব হ্রাস করার যে প্রয়াস কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধেই এই প্রতিবাদ বলে জানিয়েছে তারা। 

আরও পড়ুন- মাধ্যমিকে অঙ্কে ভয়? পরীক্ষার খাতায় কী ভাবে উত্তর লিখতে হবে? পুরো নম্বর পাওয়ার কৌশলই বা কী?

'অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি'র সম্পাদক বিশ্বজিৎ মিত্র এক বার্তায় বলেন, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রতিবাদ কর্মসূচি জনমানসে যথেষ্ট সাড়া ফেলেছে। অন্যদিকে দক্ষিণ কলকাতার রাসবিহারী এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, এই কমিটির সাধারণ সম্পাদক তথা অধ্যাপক তরুণকান্তি নস্কর। তিনি বলেন, "জাতীয় শিক্ষানীতি ২০২০-র ধারাবাহিকতায় শিক্ষার সর্বস্তরে হিন্দি ভাষাকে আবশ্যিক করা এবং মাতৃভাষা ও ইংরেজির গুরুত্ব হ্রাস করে কেন্দ্রীয় সরকার প্রকৃতপক্ষে শিক্ষা সঙ্কোচন ও 'এক দেশ এক ভাষা' নীতি কার্যকর করতে চাইছে। এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ গড়ে তোলা একান্ত প্রয়োজন। 

তাঁর আরও বক্তব্য, এখন থেকে যদি প্রতিবাদ না করা হয় তাহলে অদূর ভবিষ্যতে এ দেশে বিজ্ঞানমুখী, ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা আরও বিপন্ন হবে। এছাড়া প্রকৃত জ্ঞানচর্চা ব‍্যাহত হবে। তাঁর কথায়, 'অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি'র নেতৃত্বে দেশের প্রত্যেক সচেতন শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এই প্রতিরোধ আন্দোলনে সামিল করা আজ অত্যন্ত জরুরি। 

Around The Web

Trending News

You May like