‘চোর ধরো, জেল ভরো’, ব্যানার-পোস্টার নিয়ে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

‘চোর ধরো, জেল ভরো’, ব্যানার-পোস্টার নিয়ে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

50d72636b885bfe6d1e04a658b70585a

কলকাতা: আজ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এতে সার্বিকভাবে বঞ্চিত চাকরিপ্রার্থীরা খুশি হলেও তাঁরা আজ পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেছে। কারণ বিক্ষোভ কর্মসূচি করার সময়ে তাদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। আজ চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে শিয়ালদহে বিক্ষোভ কর্মসূচি করা হয়। কিন্তু চাকরিপ্রার্থীদের বিক্ষোভ সামলাতে ২০০ জন কলকাতা পুলিশ আর ৫০-এর ওপর রেল পুলিশ মোতায়েন ছিল। চাকরিপ্রার্থীদের অভিযোগ, যাদের সঙ্গে অন্যায় হয়েছে তাদের বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে না, এদিকে চোরদের আড়াল করা হচ্ছে।

আরও পড়ুন- SSC কেলেঙ্কারিতে গ্রেফতার পার্থ, কোথা থেকে শুরু তাঁর রাজনীতির কেরিয়ার

এদিন পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে শিয়ালদহে বিক্ষোভ দেখানো হয়। একাধিক পোস্টার এবং ব্যানার নিয়ে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। ব্যানারে লেখা ছিল, ‘দুর্নীতি, তোলাবাজ নয় চাই যোগ্যতার ভিত্তিতে দ্রুত নিয়োগ। বাংলার যুব’রা আর প্রতারিত হতে চায় না।’ এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীর ছবিতে লেখা ‘চোর ধরো, জেল ভরো’। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর কিছুটা স্বস্তি পেয়েছে চাকরিপ্রার্থীরা। তাঁরা তাঁর কঠোর শাস্তি দাবি করেছে।

01d56c20a8a5cae8005ecfd642612663

আপাতত ডাক্তারি পরীক্ষার পর পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে ব্যাঙ্কশাল কোর্টে। তাঁকে নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি বলে মনে করা হচ্ছে। শনিবার দুপুর দেড়টা নাগাদ জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরোন পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ইডির গাড়িতে ওঠার সময় পার্থকে জিজ্ঞাসা করা হয় তাঁর নেত্রীর সঙ্গে কথা হয়েছে কি না। যা উত্তরে তিনি বলেন, হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *