Aajbikel

ডিএ-র দাবিতে পেন ডাউন যৌথ কমিটির, আলোড়ন রাজ্যজুড়ে

 | 
Jobless primary TET candidates protest , says either provide

কলকাতা: ডিএ'র দাবিতে সোমবার ও মঙ্গলবার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন সরকারি কর্মীরা। পেন ডাউন করবে ছটি সংগঠনের যৌথ কমিটি। সংগ্রামী যৌথ মঞ্চ তথা সরকারি কর্মীদের তরফে ইতিমধ্যেই আইনি নোটিস পাঠানো হয়েছে অর্থসচিব মনোজ পন্থের কাছে। আগেই রাজ্য সরকার জানিয়েছিল যে পেন ডাউনের বিরোধিতা করছে তারা। কিন্তু যৌথ মঞ্চ যে নোটিস পাঠিয়েছে তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, কর্মবিরতি পালনের ফলে সরকার কর্মীদের বিরুদ্ধে যদি কোনও পদক্ষেপ করে তাহলে সরকারি কর্মীরাও আইনি পথে হাঁটবেন।  

আরও পড়ুন- বাজেট: যুবসমাজের জন্য 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড', কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা

চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে বকেয়া ডিএ না দেওয়া হলে তারা সরকারি কাজে অসহযোগিতা করা শুরু করবে। ৩ শতাংশ ডিএ ঘোষণার পর বিষয়টি যেন আরও জটিল হয়েছে। অনেকেই মনে করছেন যে তাদের সঙ্গে ভিক্ষাসুলভ আচরণ করছে সরকার। এই অবস্থায় দাঁড়িয়েই কর্মবিরতির ডাক দিয়েছে তারা। এদিকে এই ইস্যুতে বিতর্কিত পোস্ট করেছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তিনি লিখেছিলেন, ''২০ ও ২১ তারিখ না এলে ২২ তারিখ বাড়িতেই থাকুন।'' তাঁর এই মন্তব্য একদম ভালোভাবে নেননি আন্দোলনকারীরা।

যদিও বিক্ষোভকারীরা এতে দমে যেতে রাজি নন। মঙ্গলবার থেকে তারা আবার কলকাতা হাইকোর্টে পেন ডাউন করবেন বলে জানা গিয়েছে। আন্দোলনকারীদের দাবি, এখন ৩৫ শতাংশ বকেয়া। সেটা খুব তাড়াতাড়ি ৩৯ শতাংশ হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে মাত্র ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা কিছুই নয়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন অর্থবর্ষের শুরু অর্থাৎ ১ এপ্রিল থেকেই নতুন হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। 

Around The Web

Trending News

You May like