কলকাতা: বাড়ানো হল ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নিরাপত্তা। তাঁর নিরাপত্তার দায়িত্ব নিল কলকাতা পুলিশ। বিজেপি প্রার্থী কোথায় যাচ্ছেন, কী করছেন তার সম্পূর্ণ ভিডিওগ্রাফি করা হবে। যদিও বিষয়টিকে মোটেও ভাল চোখে দেখছেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। প্রচারের সময় বাধা দেওয়ার পরে কেন ভোটের দিন নিরাপত্তা দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন- নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে না তো, সারা দেশ তাকিয়ে ভবানীপুরের দিকে
বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের কনভয়ের সঙ্গে জোড়া হয়েছে কলকাতা পুলিশের তিনটি গাড়ি। এ বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমাদের প্রার্থীকে কলকাতা পুলিশের নিরাপত্তা দিতে হবে না। বরং সাধারণ মানুষ যাতে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটটা দিতে পারেন, সেটা নিশ্চিত করুক৷
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার ভবানীপুরে উপনির্বাচনের দিন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ। কেন এই সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি৷ তবে কলকাতা পুলিশের যে তিনটি গাড়ি প্রিয়াঙ্কার কনভয়ের সঙ্গে যুক্ত হয়েছে তাতে রয়েছে কলকাতা পুলিশের ভিডিয়োগ্রাফির টিমও। একই সঙ্গে স্টিল ছবির জন্যও একজন ক্যামেরাপার্সনরে গাড়িতে রাখা হয়েছে৷