প্রার্থী হয়েই মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রিয়াঙ্কা! রুদ্রকে নিয়ে পুজো দিলেন কালীঘাট মন্দিরে

প্রার্থী হয়েই মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রিয়াঙ্কা! রুদ্রকে নিয়ে পুজো দিলেন কালীঘাট মন্দিরে

কলকাতা: শুরু হয়ে গিয়েছে উপনির্বাচনের কাউন্ট ডাউন৷ ভবানীপুরে ভোট হবে ৩০ তারিখ৷ জোড় প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল৷  ইতিমধ্যে মনোনয়নও জমা দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যা৷ আর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি’র প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ শনিবার বিকেলে দেখা গেল মুখ্যমন্ত্রীর পাড়ায়৷ কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেন তিনি৷  সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ৷ 

আরও পড়ুন- নির্বাচনের প্রচার বাতিল করলেন মমতা!

এদিন হেস্টিংসে বৈঠকের পর কালীঘাট মন্দিরে পুজো দিতে যান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ তিনি বলেন, ‘‘মায়ের আশীর্বাদ নিতেই এসেছি৷ মায়ের কাছে একটাই প্রার্থনা, মা যেন তাঁর কৃপা সব সময় আমার উপরে রাখেন৷’’ কিন্তু কী ভাবে প্রচার করবেন তিনি? তাঁর হয়ে ভবানীপুরে পা রাখবেন তারকা প্রচারকরা? নাকি বাড়ি বাড়ি গিয়ে নিজে প্রচার সারবেন? জবাবে প্রিয়াঙ্কা বলেন, বিধানসভা ভোটের আগে আমি এন্টালিতে বাড়ি বাড়ি গিয়েছিলাম৷ ভবানীপুরেও ডোর টু ডোর যাব৷ 

আরও পড়ুন- রাতভর বোমাবাজিতে উত্তপ্ত টিটাগড়, আতঙ্কে বাসিন্দারা

এদিকে বিধানসভা ভোটে ভবানীপুরে বিজেপি’র প্রার্থী ছিলেন রুদ্রনীল ঘোষ৷ শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে প্রায় ৩০ হাজার ভোটে তিনি পরাজিত হন৷ তবে ভবানীপুরে প্রচার কৌশল তাঁর জানা৷ আর আজ প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে দেখা গেল তাঁরই সঙ্গে৷ এদিন রুদ্রনীল বলেন, ‘‘মায়ের কাছে কেউ কাউকে নিয়ে আসে না৷ সবাই মায়ের টানেই আসে৷ মায়ের থেকে আশীর্বাদ নিতে এসেছে৷ প্রতিটি মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করা হবে৷ ’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =