নির্বাচনের প্রচার বাতিল করলেন মমতা!

নির্বাচনের প্রচার বাতিল করলেন মমতা!

cd074f546e13fbd71ef13d6e56e5abdf

কলকাতা: আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন সংঘটিত হবে এবং জঙ্গিপুর ও শমশেরগঞ্জে বিধানসভা নির্বাচন হতে চলেছে। জানা গিয়েছিল যে মুর্শিদাবাদের ওই দুই আসনে ভোটের আগেই প্রচারে যাবেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতে প্রস্তুতি শুরু করে দিয়েছিল জেলা নেতৃত্ব। কিন্তু এখন জানা গিয়েছে এই দুই কেন্দ্রে নির্বাচনী প্রচারে যাচ্ছেন না তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে স্পষ্ট করেছে রাজ্য তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- নেই পিএইচডি, নেই মাস্টার্স: আফগানিস্তানের শিক্ষামন্ত্রীর ভিডিও ভাইরাল

আগামী ২২ এবং ২৩ সেপ্টেম্বর এই দুই আসনে তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এখন জানা গিয়েছে তিনি যাচ্ছেন না। জেলার সাংগঠনিক নেতৃত্ব জানিয়ে দিয়েছে, তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর আসার কথা থাকলেও তিনি ভোটের প্রচারে আসবেন না। সেই কারণেই তারা নিজেরাই প্রচারের কাজ চালাবেন এবং রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো কাজ করবেন। তবে হঠাৎ কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যাবেন না? জানা গিয়েছে, দুই কেন্দ্রের করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণা করার পর এই নির্বাচন কমিশন একাধিক নির্দেশ দিয়েছিল রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির জন্য। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উল্লেখ্য, জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। শমসেরগঞ্জে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।

আরও পড়ুন- স্কুলগুলো সব ‘সুস্থ’ আছে তো? উত্তরের অপেক্ষায় শিক্ষা দফতর 

কমিশনের তরফে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে ভোটের আয়োজন করার জন্য  একাধিক নিয়ম বলবৎ করা হয়েছে। মনোনয়নপত্র পেশ থেকে প্রচার, সামগ্রিক ভোট পর্বে সংশ্লিষ্ট ব্যক্তি কঠোরভাবে কোভিড বিধি মেনে চলতে হবে। মনোনয়ন জমা দেওয়ার সময় কোনও মিছিল করা যাবে না। রিটার্নিং অফিসারের দফরের ১০০ মিটারের মধ্যে মাত্র ৩টি গাড়ি রাখার অনুমতি মিলবে৷ রুদ্ধদ্বার প্রচার সভার ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ জন অথবা আসন সংখ্যার ৩০ শতাংশ, লোক উপস্থিত থাকতে পারবে৷ যেটি কম হবে সেই অনুপাতে লোক সংখ্যা ঠিক করা হবে৷ কমিশনের তরফে আরও বলা হয়েছে, সর্বোচ্চ ১ হাজার জন অথবা ৫০ শতাংশ লোক নিয়ে রাজনৈতিক দলগুলি খোলা জায়গায় প্রচার সভার আয়োজন করতে পারবে। প্রচারে কোনও রকম রোডশো, বাইক র্যা লির আয়োজন করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *