সংবাদমাধ্যমের ভিড়ের সুযোগ নিয়ে ধাক্কা-গালি দিয়ে নিগ্রহ, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক প্রিয়াঙ্কা

সংবাদমাধ্যমের ভিড়ের সুযোগ নিয়ে ধাক্কা-গালি দিয়ে নিগ্রহ, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক প্রিয়াঙ্কা

কলকাতা:  মিত্র ইনস্টিটিউশনে প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ এই বুথেই বিকেল চারটের সময় ভোট দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বুথে দাঁড়িয়েই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রিয়াঙ্কা৷ সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমাকে এত ফলো করবেন না৷ খুব সমস্যা হচ্ছে৷ ভিড়ের সুযোগে একজন মহিলাকে ধাক্কা মারছে, নিগ্রহ করছে৷ এটাই হল তৃণমূলের সংস্কৃতি৷’ 

আরও পড়ুন- আমার নামেও নালিশ আছে, নালিশ করুক, ফাঁসি হবে নাকি? খোঁচা মদনের

এদিন প্রিয়াঙ্কা বলেন, ভোট যাতে অবাধ হয়, সুষ্ঠু হয় তাঁরা সেই চেষ্টা করছেন৷ কিন্তু এরই মধ্যে তাঁর উল্লেখযোগ্য বক্তব্য হল, সংবাদমাধ্যম যেন এভাবে তাঁকে অনুসরণ না করে৷ তাতে সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে৷ প্রসঙ্গত, ট্রাফিক পুলিশের তরফে নির্বাচন কমিশনে যে তথ্য জানানো হয়েছে, তাতে বলা হয়েছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে সংবাদ মাধ্যমের প্রায় ১৬টি গাড়ি ঘুরছে৷ যার জেরে যানজটের সৃষ্টি হচ্ছে৷ প্রিয়াঙ্কার অভিযোগ, সংবাদমাধ্যমের ভিড়ে তাঁর উপর চাপ তৈরি হচ্ছে৷  সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে তাঁর বক্তব্য, তৃণমূলের লোকজন ভিড়ের ফায়দা তুলছে৷ ধাক্কা দিয়ে গালিগালাজ করে তাঁকে নিগ্রহ করার চেষ্টা করেছে৷ ওঁরা দেখছে আপনারা আমার পিছনে আসছেন৷ একজন মহিলাকে এভাবে ধাক্কা মারছে, নিগ্রহ করছে৷ এটাই হল তৃণমূলের সংস্কৃতি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + fifteen =