তাৎপর্যপূর্ণ বার্তা দিয়ে শহিদ মঞ্চে মমতার পাশে ‘চাণক্য’ প্রশান্ত কিশোর

তাৎপর্যপূর্ণ বার্তা দিয়ে শহিদ মঞ্চে মমতার পাশে ‘চাণক্য’ প্রশান্ত কিশোর

কলকাতা: রাজ্য তথা জাতীয় রাজনীতির অলিন্দে চর্চার অন্যতম কেন্দ্রে রয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর৷ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ের অন্যতম কুশীলব তিনি৷ এবার তৃণমূলের শহিদ মঞ্চে একেবারে মুখ্যমন্ত্রীর সঙ্গেই উপস্থিত থাকবেন প্রশান্ত কিশোর৷ সেই উদ্দেশেই তিনি কলকাতায় পা রেখেছেন বলে সূত্রের খবর৷ 

আরও পড়ুন- অত্যাচারীদের বিরুদ্ধে গর্জে ওঠার ডাক, শহিদ দিবসে টুইট মমতা-অভিষেকের

রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর সম্প্রতি পেগাসাস স্পাইওয়্যারে তাঁর ফোন হ্যাক হওয়ার খবরে সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি৷ স্বাভাবিক ভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বিচরণ তাঁর৷ এমতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাঁর উপস্থিতি নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ বার্তা দেবে৷ সেই সঙ্গে জাতীয় স্তরে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন তার অপেক্ষায় গোটা দেশ৷ 

পেগাসাস স্পাইওয়্যার নিয়ে সাড়া দেশ এখন তোলপড়া৷ উত্তাল জাতীয় রাজনীতি৷ এরই মধ্যে জানা যায়, এই সফটওয়্যারে হ্যাক হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোরের ফোন৷ দ্য ওয়্যারের পক্ষ থেকে দাবি করা হয়, একুশে তৃণমূলের জয়ের নেপথ্যে থাকা ভোট কুশলী প্রশান্ত কিশোরের ফোনে ইজরায়েলি সংস্থা এনএসও-র তৈরি পেগাসাস স্পাইওয়্যারে আড়ি পাতা হয়েছে৷  এই তালিকায় থাকতে পারে প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ সহযোগীরাও৷ 

আরও পড়ুন- শহিদ শ্রদ্ধাঞ্জলী নিয়ে দ্বিবিভক্ত BJP, ভরবে তো হেস্টিংসের অফিস?

পেগাসাস ছাড়াও প্রশান্ত কিশোরের কলকাতায় আসাটা অন্য একটি কারণেও বিশেষ তাৎপর্যপূর্ণ৷ কারণ মিশন ২০২৪-কে সামনে রেখে দিল্লিতে ঘুঁটি সাজানোর কাজ শুরু করেছেন পিকে৷ শরদ পাওয়ারের সঙ্গে একাধিক বৈঠকের পর সাক্ষাৎ করেছেন গান্ধী পরিবারের সঙ্গে৷ তাঁকে সরাসরি কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাবও দেন রাহুল৷  যা গোটা দেশে নতুন করে সাড়া ফেলে দেয়৷ অনেকেই বলতে শুরু করেন, প্রশান্ত কংগ্রেসে যোগ দিয়ে দলের দায়িত্ব নিতে পারেন৷ তবে অনেকে আবার বলছেন ২০২৬ পর্যন্ত তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে পিকে’র আইপ্যাক৷ মিশন দিল্লিকে সামনে রেখে বিরোধী শিবিরের সেতুবন্ধনের কাজটাই সারবেন তিনি৷ তবে পাশাপাশি কংগ্রেসকে নতুন করে অক্সিজেন যোগানোর কাজটাও করতে পারেন পিকে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 16 =