কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগদানের জের, পদ থেকে অপসারিত প্রদীপ মিত্র

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগদানের জের, পদ থেকে অপসারিত প্রদীপ মিত্র

কলকাতা:  রাজ্যে কোভিড পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে৷ এরই মাঝে সোমবার রাজ্যের কোভিড ম্যানেজমেন্ট কমিটি থেকে সরিয়ে দেওয়া হল রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রকে৷ 

আরও পড়ুন-  ‘৭ দফায় বাংলা ভোটের দিন ঘোষণা’! তোলপাড় নেট দুনিয়া

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগদানের পরই এই অপসারণ৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে এসএসকেএম-এর চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালিকে। কিন্তু কেন অপসারণ? বিজ্ঞপ্তিতে এর কোনও নির্দিষ্ট কারণ দর্শানো হল না৷ অপসারণের পর প্রদীপ মিত্র বলেন, ‘‘আমি চিকিৎসকদের সমস্ত সংগঠনের অনুষ্ঠানেই যাই৷ বিজেপি’র চিকিৎসক সংগঠন আমন্ত্রণ করেছিল৷ আমন্ত্রণ পেয়ে সেখানে যাওয়ার মধ্যে ভুল কিছু দেখছি না৷ করোনা নিয়ন্ত্রণে এসেছে এই কারণ দেখালে তাও বুঝতাম৷ আমাকে সরিয়ে অন্য কাউকে আনার মধ্যে নির্দিষ্ট বার্তা আছে৷’’ 

প্রসঙ্গত, বছর দু’য়েক আগে চাকরি থেকে অবসর নিয়েছিলেন প্রদীপ মিত্র৷ তারপর তাঁকে স্বাস্থ্য দফতরের একাধিক উচ্চ পদে নিয়োগ করা হয়৷ কিন্তু গত সপ্তাহে  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনেু একটি অনুষ্ঠানে যোগ দিতেই তাল কাটল৷ সরকারি অনুষ্ঠানের পাশাপাশি একটি দলীয় অনুষ্ঠানেও যোগ দিতে দেখা যায় তাঁকে৷ এর পরই এই রদদল৷ 

আরও  পড়ুন-  পার্শ্ব শিক্ষকদের বেতনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি মুকুলের, ক্ষমতায় এলেই কার্যকর

প্রদীপ মিত্র জানান, পদ থেকে সরানোর আগে কোনও বার্তা দেওয়া হয়নি তাঁকে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত। তবে তাঁর একটাই খেদ, কেন এই অপসারণ তা স্পষ্ট করে জানানো হল না৷ 

এদিকে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। কিছু দিন আগে আইজি সিআইএফ পদের দায়িত্ব দেওয়া হয় তাঁকে৷ এবার এক সঙ্গে দুটি পদই সামলেবেন মনোজ ভার্মা৷ কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন দেবাশীষ বরাল৷ এর আগে তিনি সশস্ত্র পুলিশের আইজি পদে ছিলেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *