‘৭ দফায় বাংলা ভোটের দিন ঘোষণা’! তোলপাড় নেট দুনিয়া

‘৭ দফায় বাংলা ভোটের দিন ঘোষণা’! তোলপাড় নেট দুনিয়া

কলকাতা:  রাজ্যজুড়ে বইছে ভোটের উষ্ণ হাওয়া৷ ভোট ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে সব কটি রাজনৈটিক দল৷ চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে রাজ্য বিধানসভা ভোটের দিনক্ষণ৷ রয়েছে এমনই ইঙ্গিত৷ এরই মধ্যে ভুয়ো খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ সোমবার সকাল থেকেই হোয়াটসঅ্যাপে ঘোরাফেরা করছে একটি ভুয়ো মেসেজ৷ যেখানে বলা হয়েছে বঙ্গ ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ 

আরও পড়ুন-  পরিবারটার কী হবে? মইনুলের মৃত্যু ডেকে এনেছে না জানা উত্তরের প্রশ্ন

শুধু এটুকুই নয়৷ ওই ভুয়ো মেসেজে বলা হয়েছে বঙ্গে ভোট হবে সাত দফা৷ ১১ এপ্রিল প্রথম দফা ভোট হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে৷ ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জে৷ ২৩ এপ্রিল তৃতীয় দফার ভোট হবে বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে৷ ২৯ এপ্রিল হবে চতুর্থ দফা ভোট৷ ওই দিন ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, বোলপুর, বীরভূম, রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর, বর্ধমান পূর্ব এবং বীরভূমে৷ পঞ্চম দফা ভোট হবে ৬ মে৷ ওই দিন ভোট রয়েছে বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেরিয়া, হুগলী, শ্রীরামপুর, হুগলী এবং আরামবাগে৷ ষষ্ঠ দফা ভোট হবে ১২ এপ্রিল৷ ষষ্ঠ দফায় রয়েছে তমলুক, কাঁথি, ঘাটাল, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং বিষ্ণুপুরের ভোট৷ সপ্তম এবং শেষ দফা ভোট হবে ১৯ মে৷ ওই ভোট রয়েছে দমদম, বারাসত, বসিরহাঁট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর৷ 

আরও পড়ুন-  তৃণমূলের নামে ফোন করে গালাগালি দিচ্ছে বিজেপি! নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

ভাইরাল ভুয়ো বিজ্ঞপ্তি

এই ভুয়ো বার্তা চাউর হতেই তোলপাড় নেট দুনিয়া৷ প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পরের দিনই ভোট ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল৷ এপ্রিল থেকে মে পর্যন্ত সাত দফায় ভোট করানো হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছিল৷ জানা গিয়েছে, বিহার মডেলে এবার বাংলায় ভোট করানোর কথা ভাবছে কমিশন৷ কিন্তু নির্বাচন ভোট ঘোষণা করার আগেই ভুয়ো তারিখ ছড়াল নেট দুনিয়ায়৷ এটা কোনও রাজনৈতিক দলের চক্রান্ত নাকি নেহাতই মশকরা, তা নিয়ে প্রশ্ন রয়েছে৷ বলে রাখা প্রয়োজন, বাংলায় এখনও ভোটের দিন ঘোষণা হয়নি৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eleven =