অধিকাংশ জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশের ওপর! বাংলা নিয়ে অন্য চিন্তা

অধিকাংশ জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশের ওপর! বাংলা নিয়ে অন্য চিন্তা

কলকাতা: সংক্রমণ তো অনেক আগে থেকেই বেড়েছে কিন্তু পজিটিভিটি রেট নিয়েও নতুন করে চিন্তা রাজ্যবাসীর। কারণ অধিকাংশ জেলায় এই রেট বাড়তে শুরু করেছে। সামগ্রিকভাবে বাংলায় আক্রান্তের সংখ্যা বাড়লেও উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় সংক্রমণ সবচেয়ে বেশি। কিন্তু বাকি জেলাগুলিও এখন আতঙ্ক বৃদ্ধি করছে। তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যের ১১ টি জেলার সংক্রমণের হার ১০ শতাংশের ওপরে।

আরও পড়ুন:  খুব দ্রুত আগমণ ঘটাবে ‘ডিজিজ এক্স’! শঙ্কিত বিজ্ঞানীরা কার্যত দিশাহীন

চমকপ্রদ ব্যাপার হল, সংক্রমণের মতো এই তালিকায় শীর্ষে নেই উত্তর ২৪ পরগনা জেলা। আছে নন্দীগ্রাম। সেখানে পজিটিভিটি রেত প্রায় ২৫ শতাংশের কাছাকাছি। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। সেখানে এই রেট ২৪ শতাংশ ছুঁইছুঁই। এছাড়া দার্জিলিং, কালিম্পং, হাওড়া, নদিয়া, কলকাতা সহ একাধিক জেলায় ১০ শতাংশের বেশি পজিটিভিটি রেট। তবে স্বস্তি দিচ্ছে মালদহ, জলপাইগুড়ি. বাঁকুড়া সহ ৯ জেলা। সেখানে এই রেট অনেকটাই কম তুলনায়।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬২ জন। আক্রান্তদের মধ্যে ৭৩৭ জন উত্তর ২৪ পরগনার, কলকাতায় সংক্রমিত ৬৫৮ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৫১ হাজার ৭১১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২৪৩ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৫৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ০৭ হাজার ২০৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *