২৪ ঘণ্টায় আক্রান্ত আরও কম! ব্যাপক স্বস্তি বাংলার কোভিড গ্রাফে

২৪ ঘণ্টায় আক্রান্ত আরও কম! ব্যাপক স্বস্তি বাংলার কোভিড গ্রাফে

কলকাতা: বাংলার কোভিড গ্রাফ আজ আবার কিছুটা স্বস্তি বাড়াল। আজ আক্রান্তের সংখ্যা আরও কমে গিয়েছে কিছুটা গতকালের তুলনায়। গত কয়েক দিন ধরেই উত্থান-পতন ঘটেছে দৈনিক আক্রান্তের সংখ্যায়। মাঝে একটু বৃদ্ধি পেলেও এখন আবার নিয়ন্ত্রণে এসে গিয়েছে দৈনিক সংক্রমণ। এদিকে, বাড়ছে রাজ্যের সুস্থতার হার। এমনকি সংক্রমণের হারও আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে।

আজকের বাংলার করোনা তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন। তবে সংক্রমণের নিরিখে আজ শীর্ষে উত্তর ২৪ পরগনাই। গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে এখানে, সেখানে আক্রান্ত ৯৭ জন। এরপরেই রয়েছে দার্জিলিং। একদিনে সেখানে আক্রান্ত ৮৯ জন। যা গতকালের তুলনায় বেশি! তৃতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। একদিনে সেখানকার ৭৭ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে, পূর্ব মেদিনীপুর চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৭০ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৩ হাজার ৮৭৭ জন। 

আরও পড়ুন: নিট পরীক্ষা ১২ সেপ্টেম্বর, হয়ে গেল ঘোষণা

এদিকে, করোনাকে হারিয়ে এক দিনে জয়ী হয়েছেন ১ হাজার ১৮৬ জন। এখনও পর্যন্ত মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৮১ হাজার ৭৪২ জন। অন্যদিকে, গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ১৭। যা আগের দিনের তুলনায় খানিকটা বেশি। মৃতদের মধ্যে ৩ জন করে দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ার বাসিন্দা। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৯৪৪ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.৮৮ শতাংশ। 

আরও পড়ুন: ‘আত্মনির্ভর ভারত নয়, লুটেরা ভারত তৈরি করেছে BJP,’ বিরোধীদের নিশানা পার্থর

এদিকে রাজ্যে করোনা বিধি নিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল রাখা হয়েছে। যদিও পরিবহণ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো এবং লোকাল ট্রেন চালানোর ব্যাপারে এখনও সবুজ সঙ্কেত দেননি। বরং তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, ট্রেন পরিষেবা চালু হলে রাজ্যে কোভিড সংক্রমণ বেড়ে যেতে পারে। তবে ১৫ জুলাইয়ের পর কী সিদ্ধান্ত হয় সেটাই দেখার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =