পুলিশমন্ত্রী হয়ে পুলিশের বিরুদ্ধেই তাবেদারির অভিযোগ মমতার, কীসের ইঙ্গিত?

পুলিশমন্ত্রী হয়ে পুলিশের বিরুদ্ধেই তাবেদারির অভিযোগ মমতার, কীসের ইঙ্গিত?

bb076002c228ace2cb1f67e28c1c6fff

কলকাতা:  ‘প্রশাসনের রাজনীতিকরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়’৷ এই অভিযোগ একাধিকবার করতে শোনা গিয়েছে বিরোধীদের৷ এমনকী রাজ্য পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে বলেও  তোপ দাগতে ছাড়েনি তারা৷ কিন্তু ভোট মরশুমে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে আসার পর থেকে উল্টো হাওয়া বইতে শুরু করেছে৷ বারবার পুলিশকে নিশানা করেছেন খোদ পুলিশমন্ত্রী৷ ভোটে পুলিশ বিজেপি’র হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- লাটে করোনা বিধি! মিঠুনের সভায় উপচে পড়া ভিড়, দায়ের FIR

এমনকী আজ বোলপুরের ভর্চুয়াল সভা থেকে পুলিশকে তাবেদার বলেও তোপ দাগলেন তিনি৷ কিন্তু কেন এই উল্টো স্রোত? কেনই বা পুলিশমন্ত্রী হয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এতদিন বিরোধীরা যে অভিযোগটা জানিয়ে আসছিল, আজ সেই অভিযোগ শোনা যাচ্ছে খোদ মুখ্যমন্ত্রীর গলায়৷ তবে কি তিনি মনে করছেন পায়ের নীচের মাটি সরে যাচ্ছে? হাওয়া বদলে গা ভাসিয়ে আগে থেকেই অন্য নৌকায় পা দিতে শুরু করে দিয়েছে তাঁর পুলিশ বাহিনী? উঠছে প্রশ্ন৷ আবার এতদিন যে পুলিশ বাহিনীকে নিয়ে বিজেপি’র এত অভিযোগ ছিল, আজ তারা নীরব৷ বরং বিরোধিতায় সরব হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷  

আরও পড়ুন- অক্সিজেন না পেয়ে মৃত্যু অধ্যাপকের, বাড়িতে দেহ পড়ে রইল ঘণ্টার পর ঘণ্টা

প্রসঙ্গত, আজ রীতিমতো হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডিএম-এসপি’রা একটু বেশি তাবেদারি করছেন৷ যাঁদের তাবেদারি করা আদতে উচিত নয়৷ তাঁর কথায়, কোন নির্দেশে কী কাজ চলছে না চলছে, সেই খবর তাঁদেক কাছে রয়েছে৷ পুলিশ এমন আচরণ করছে, যেন বিজেপি বাংলার শাসক দল৷ বিজেপি আর নির্বাচন কমিশনের কথা শুনে চলছেন ডিএম-এসপি’রা৷ এর আগেও পুলিশ ‘বিজেপি’ হয়ে গিয়েছে বলে কটাক্ষ করেছিলেন মমতা৷ তাঁর কথার রেশ ধরে তবে কি এটা বলা যায় রাজ্যে ফের পরিবর্তন আসছে বলে আশঙ্কায় রয়েছেন খোদ তৃণমূল নেত্রী৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *