লাটে করোনা বিধি! মিঠুনের সভায় উপচে পড়া ভিড়, দায়ের FIR

লাটে করোনা বিধি! মিঠুনের সভায় উপচে পড়া ভিড়, দায়ের FIR

cabbfe28768a9220d2145764101623b6

ইংরেজবাজার: কোভিড বিধি না মেনে মালদহে বিজেপির জনসমাবেশ। ভারতীয় জনতা পার্টির তারকা প্রচারক তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর সমাবেশে এদিন দেখা গেল উপচে পড়া মানুষের ভিড়। বেশিরভাগ লোকের মুখেই নেই মাস্ক। নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র।

দেশজুড়ে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি। গত তিন দিন ধরে গোটা দেশে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লক্ষের গণ্ডি। এই নিয়ে দিল্লি হাইকোর্ট নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করলে নড়েচড়ে বসে কমিশন। দু’দিন আগেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের প্রচার নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হয় কমিশনের পক্ষ থেকে। বন্ধ করা হয় রোড শো, মিছিল। জনসমাবেশের ক্ষেত্রে বলা হয়, ৫০০ লোকের বেশি উপস্থিত থাকতে পারবেন না কোনও সমাবেশে।

তা সত্ত্বেও শনিবার মালদহের বৈষ্ণবনগরে বিশাল জনসভা করেন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। সেই সভায় লোক কার্যত উপচে পড়েছে। গিজগিজ করেছে লোকের কালো মাথা। বেশিরভাগ লোকের মুখেই দেখা যায়নি কোনোরকম মাস্ক। দেশজুড়ে করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও নির্বাচন কমিশনের কোভিড বিধি না মেনে বিজেপির এই সভা করা নিয়ে কমিশনে এদিন অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিষয়টি খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে রাজ্যের শাসক দল। মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *