পুলিশ তল্লাশি করতে পারবে! মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে পদক্ষেপ পর্ষদের

পুলিশ তল্লাশি করতে পারবে! মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে পদক্ষেপ পর্ষদের

কলকাতা: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়েই প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে পর্ষদ জানিয়েছিল ঘটনাটি পরিকল্পিত অন্তর্ঘাত। তবে আর কোনও ঝুঁকি নিতে চায় না তারা। তাই মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে আরও কড়াকড়ির পথে হাঁটল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আট দফা নির্দেশিকা জারি করেছেন এই বিষয়ে। 

আরও পড়ুন- মাধ্যমিকে অঙ্কে ভয়? পরীক্ষার খাতায় কী ভাবে উত্তর লিখতে হবে? পুরো নম্বর পাওয়ার কৌশলই বা কী?

পরীক্ষা সংক্রান্ত যে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে এই প্রথম পরীক্ষার্থীদের তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি পরীক্ষাকেন্দ্রের দরজায় মোতায়েন থাকবে পুলিশ। তাঁরা প্রয়োজন মনে করলে, পড়ুয়াদের কাছে মোবাইল ফোন, বা অন্য কোনও বৈদ্যুতিন সামগ্রী রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতে পারবেন। এর পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে নজরদারির কাজে নিযুক্তরা যাতে গোটা ঘরে নজর রাখতে পারেন, সেজন্য ঘরের সব জানালা খোলা রাখতে হবে। অনুমান করা হচ্ছে, এইভাবে হয়তো আগামী দিন প্রশ্নফাঁসের বিষয়টি রুখতে পারবে পর্ষদ।