‘ছাপ্পা ভোট দিতে পারছেন না বলেই নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন দিদি’, খোঁচা মোদীর

‘ছাপ্পা ভোট দিতে পারছেন না বলেই নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন দিদি’, খোঁচা মোদীর

সোনারপুর:  গ্রীষ্মের পরন্ত দুপুরেও টগবগে ভোটের উত্তাপ৷ ঝাঁঝালো আক্রমণে সেই উষ্ণতা আরও বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন সোনারপুরের জনসভা থেকে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷  

আরও পড়ুন-  ‘দিল্লি থেকে ক্লাইভ এসেছে বাংলা দখল করতে,’ নমোকে তীব্র কটাক্ষ ফিরহাদের

তিনি বলেন, ২ মে বিজেপি’র ঐতিহাসিক জয়ের পর বাংলারই ভূমিপুত্র সোনার বাংলা গড়ার দায়িত্ব কাঁধে নিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসবে৷ তিনি আরও বলেন, ‘‘দিদি আপনি নিজেকে কুল বললেও, আপনার হাবভাবে তা বোঝা যায় না৷ আমাদের শতাধিক কর্মীকে খুন করে, কয়লা-বালি দুর্নীতে করে, আম্পানের টাকা লুঠ করার পরেও এত রাগ কেন দিদি?’’ 

তীব্র কটাক্ষ করে মোদী বলেন, ‘‘দিদি ছাপ্পা ভোটের সুযোগ পাচ্ছেন না বলেই নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন৷ কেন্দ্রীয় বাহিনীর উপর প্রশ্ন তুলছেন৷ অথচ ১০ বছর আগে এই কেন্দ্রীয় বাহিনীর উপরেই ভরসা করতেন তিনি৷ এই নির্বাচন কমিশন, এই ইভিএম আপনাকে ১০ বছর আগে ক্ষমতায় এনেছিল৷ তবে এবার মানুষ ঠিক করে নিয়েছে, ‘টাকা মার কোম্পানি’ (টিএমসি)-কে নবান্ন ছেড়ে যেতে হবে৷ 

তাঁর কথায়, তৃণমূলে শুনছি আজকাল চর্চা চলছে৷ তৃণমূলে যে গুটিকয়েক সমঝদার লোক রয়েছেন তাঁরা দিদির নন্দীগ্রাম যাওয়া নিয়ে চর্চা করছেন৷ তাঁরা বলছেন, দিদি নন্দীগ্রাম যাওয়ার সিদ্ধান্ত তো নিয়ে ফেলল, কিন্তু এই সিদ্ধান্ত সবচেয়ে বড় ভুল প্রমাণিত হল৷ আবার নন্দীগ্রামে দিদির পরাজয় দেখে তৃণমূলের কিছু নেতা ঠিক করেছিল তাঁকে অন্য কোনও আসন থেকেও ভোটে দাঁড় করাবে৷ কিন্তু বেঝদার লোকজন ফের দিদিকে বোঝান যে, এটা দ্বিতীয় বড় ভুল হবে৷ কারণ দুটো আসন থেকে হারলে আগামী দিনে তৃণমূলের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে৷ 

আরও পড়ুন- ‘সিঙ্গুরের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন দিদি, শিল্পের পথ রুখে গর্ব করছেন’, তোপ মোদীর

তাঁর কথায়, মমতা দিদি সৎ পরামর্শ দেওয়া লোকের চেয়ে অসৎ পরামর্শ দেওয়া লোকের মাঝখানেই বেশি থাকেন৷ ভুল পরামর্শদাতারা প্রথমে দিদিকে আর দিদির স্কুটিকে নন্দীগ্রামে পাঠালেন৷ এবার দিদির লোকজন বলছে দিদি নাকি বারাণসী থেকে লোকসভা নির্বাচনে লড়বেন৷ এই বক্তব্য শোনার পর দুটি কথা স্পষ্ট হয়ে গিয়েছে৷ প্রথমত দিদি বাংলায় নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন৷ সেকারণেই উনি বাইরে যাওয়ার কথা ভাবছেন৷ আর দ্বিতীয়ত, বাংলার বাইরে নিজের জন্য জায়গা খুঁজতে শুরু করেছেন৷ তাঁর তোপ, বিধানসভায় হারার পর লোকসভায় ভাগ্য যাচাই নিশ্চয়ই করবেন দিদি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =