আরও মহার্ঘ জ্বালানি, ১৯ জেলায় সেঞ্চুরি পাড় পেট্রোলের

আরও মহার্ঘ জ্বালানি, ১৯ জেলায় সেঞ্চুরি পাড় পেট্রোলের

62bc0cf54eb512edd49836d3dade4d36

কলকাতা: মধ্যবিত্তের পকেটে জ্বালানির ছ্যাঁকা৷ সোমবার ফের বাড়ল পেট্রোলের দাম৷ লিটার প্রতি ৩৯ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ৯৯ টাকা ৮৪ পয়সা৷ তবে ডিজিলের দাম অপরিবর্তিতই রয়েছে৷ কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ৯২ টাকা ২৭ পয়সা৷ কলকাতায় জ্বালানির দাম ১০০ ছুঁই ছুঁই হলেও, রাজ্যের ১৯টি জেলায় পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে৷ দেখা নেওয়া যায় কোন জেলার কোথায় পেট্রোলের  দাম কত৷  

আরও পড়ুন- ‘দেশের সলিসিটার জেলারেল নন, উনি BJP-র সিক্রেট জেলারেল’, মেহতাকে খোঁচা অভিষেকের

সোমবার ডায়মন্ড হারবারে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০ টাকা ২ পয়সা৷ অন্যদিকে দত্তপুকুরে লিটার প্রতি পেট্রোল ১০০ টাকা ১ পয়সা, কৃষ্ণনগরে ১০০ টাকা ৮০ পয়সা, চুঁচুড়ায় ১০০ টাকা ১০ পয়সা, বর্ধমানে ১০০ টাকা ৯ পয়সা, আসানসোলে ১০০ টাকা ৬ পয়সা, বাঁকুড়ায় ১০০ টাকা ৭ পয়সা, পুরুলিয়ায় ১০০ টাকা ৮৮ পয়সা, খড়গপুরে ১০০ টাকা ১৬ পয়সা, সিঁউড়িতে ১০০ টাকা ২০ পয়সা৷ খড়গপুরে লিটার প্রতি পেট্রোল ১০০ টাকা ১৬ পয়সা, দিঘায় ১০০ টাকা ৯ পয়সা, মুর্শিদাবাদে ১০০টাকা ৭৪ পয়সা এবং ঝাড়গ্রামে ১০০ টাকা ৫৩ পয়সা৷ 

আরও পড়ুন- তৃণমূলকে কাছে টানতে লোকসভায় দলনেতার পদ থেকে সরানো হচ্ছে অধীরকে?

উত্তরবঙ্গেও মহার্ঘ জ্বালানি৷ কোচবিহারে প্রতি লিটার পেট্রোল ১০০ টাকা ৭৯ পয়সা, রায়গঞ্জে ১০০টাকা ১২ পয়সা, বালুরঘাটে ১০০ টাকা ৪১ পয়সা, আলিপুরদুয়ারে ১০০ টাকা ৯০ পয়সা, দার্জিলিংয়ে ১০১ টাকা ২৮ পয়সা এবং কালিম্পংয়ে ১০০ টাকা ২৮ পয়সা৷ প্রতিদিন জ্বালানির দাম বাড়ায় নাজেহাল সাধারণ মানুষ৷ উত্তর ২৪ পরগণা মানুষ বলছে, ‘দিনে ২০০ টাকা রোজগার করে ১০০ টাকার তেল ভরতে হচ্ছে৷ তাহলে খাব কী?’ অপর এক ব্যক্তি বলেন, ‘যে ভাবে তেলের দাম বাড়ছে, তাতে গাড়ির ব্যবসা একেবারে শেষ হয়ে গেল৷’ একই সুর কোচবিহারের মানুষের গলাতেও৷ এক ব্যক্তি বলেন, ‘ভীষণ সমস্যা হচ্ছে৷ লকডাউনে এমনিতেই রোজগার কম৷ তার উপর তেলের দাম বাড়লে সমস্যা তো হবেই৷’ অপর এক বাইক আরোহীর কথায়, ‘যতই সমস্যা হোক সরকার ভাবছে জনগণ সরকারের গোলাম৷ আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার দোহাই দিয়ে দাম বাড়িয়ে চলেছে৷’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *