‘দেশের সলিসিটার জেনারেল নন, উনি BJP-র সিক্রেট জেনারেল’, মেহতাকে খোঁচা অভিষেকের

‘দেশের সলিসিটার জেনারেল নন, উনি BJP-র সিক্রেট জেনারেল’, মেহতাকে খোঁচা অভিষেকের

308323985b9b35e5f2c7d1f8d06d0a4e

কলকাতা: সলিসিটার জেনারেল তুষার মেহতার সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ তুষার মেহতার অপসারণ চেয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছে তৃণমূল৷ চাপ বাড়াতে আজ দুপুর ১২টায় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গে দেখা করবেন দুই তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ও মহুয়া মিত্র৷ এরই মধ্যে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- তৃণমূলকে কাছে টানতে লোকসভায় দলনেতার পদ থেকে সরানো হচ্ছে অধীরকে?

বিরোধীদের চাপের মুখে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন তুষার মেহতা৷ শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে গেলেও তাঁর সঙ্গে বৈঠক হয়নি বলেই টুইট করে জানিয়েছেন সলিসিটার জেনারেল৷ কিন্তু তাঁর কথার সত্যতা কী? তিন দিন আগে মেহতার বাড়িতে ঠিক কী ঘটেছিল, তার সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে৷ এমনই দাবি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এর পরেও মেহতার তরফে কোনও প্রতিক্রিয়া না মেলায় ফের টুইটারে সরব হলেন অভিষেক৷ সোমবার সকালে টুইট করে তিনি বলেন, ‘‘ ৭২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে৷ অথচ মাননীয় সলিসিটল জেনারেল তুষার মেহেতা নিজের বক্তব্যের সমর্থনে তাঁর বাসভবনের ২০ মিনিটের সিসিটিভি ফুটেজ সামনে আনতে ব্যর্থ হয়েছেন। এহেন দুর্বল আত্মপক্ষ সমর্থন বিজেপির সিক্রেট জেনারেল হিসাবে আপনি করতেই পারেন, ভারতের সলিসিটর জেনারেল হিসাবে নয়।’’

প্রসঙ্গত, এর আগে তুষার মেহতার বাড়িতে শুভেন্দুর গাড়ি ঢোকার ছবি টুইটারে তুলে ধরেছিলেন অভিষেক৷ সেই সঙ্গে লিখেছিলেন, ‘‘শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করেছেন সেক্রেটারি জেনারেল৷ এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়৷ তাঁর বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে হবে৷ অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সলিসিটার জেনারেলের সঙ্গে দেখা করতে চলে গেলেন শুভেন্দু অধিকারী?’’

আরও পড়ুন- ‘তুষার বৈঠক’ প্রসঙ্গে ফের শুভেন্দুর গ্রেফতারি চাইলেন কুণাল

উল্লেখ্য, শুভেন্দু নিজেও নারদ মামলায় অভিযুক্ত৷ আর কলকাতা হাইকোর্টে এই মামলায় সিবিআই-এর হয়ে সওয়াল জবাব করছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা৷ ফলে তাঁর বাড়িতে নারদে অভিযুক্ত শুভেন্দুর বৈঠক নিয়ে বিতর্কের ঝড় উঠেছে৷ শুভেন্দু এই মামলাকে প্রভাবিত করতে পারেন বলেও সুর চড়িয়েছে তৃণমূল৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *