কলকাতা: ঘোষণা হয়ে গিয়েছে ভোটের নির্ঘণ্ট৷ আর ভোট ঘোষণা হতেই লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি৷ সেই সঙ্গে শুরু হয়েছে ভোট কেন্দ্রিক খরচের উপর কড়া নজরদারি৷ ভোটের আগে রাজনৈতিক দলগুলি কী ভাবে খরচ করছে, বা কী ভাবে খরচ করার পরিকল্পনা নিয়েছে তাঁর উপর কড়া নজর রয়েছে আয়কর দফতরের৷ কিন্তু এই কালো টাকার হদিশ দিতে পারেন সাধারণ মানুষও৷ সেই উদ্দেশেই খোলা হল মনিটরিং সেল৷ বেআইনি টাকার হদিশ পেতে আয়কর ভবনে খোলা হল এই অস্থায়ী সেল৷
আরও পড়ুন- বাংলায় আসছে ৭০৫ কোম্পানি আধাসেনা, প্রথম দফার ভোটে কড়া কমিশন!
জানা গিয়েছে, ২ মে ভোটের ফল ঘোষণা হওয়া পর্যন্ত ইনভেস্টিগেশন উইং-এর এই অস্থায়ী সেল খোলা থকবে৷ কালো টাকার খোঁজ পেলেই এখানে এসে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষও৷ বেআইনি টাকার সন্ধান দেওয়া ব্যক্তিদের নিরাপত্তার কথাও ভাবা হয়েছে৷ সম্পূর্ণ গোপন রাখা হবে অভিযোগকারীদের নাম-পরিচয়৷ এই অভিযোগগুলি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷ ভোটের আগে চলে রাজনৈতিক দলগুলির টাকার খেলা৷ বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা চলে ভোটারদের৷ ভোটের প্রচারে বেহিসেবি টাকা খরচ করা হয়৷ টাকার এই লেনদেন রুখতেই চালু করা হল মনিটরিং সেল৷ এই সিস্টেমের মাধ্যমেই ভোটের খরচের উপর নজরদারি চালানো হয়ে থাকে৷ এবার থেকে এই নজরদারিতে অংশ নিতে পারবে সাধারণ নাগরিকও৷
আরও পড়ুন- বেতন বকেয়া থাকলেও পঠন-পাঠন বন্ধ করা যাবে না, কড়া নির্দেশ হাইকোর্টের
অনেক সময়ই ভোটের আগে এই টাকাপয়সার লেনদেন সম্পর্কিত তথ্য সবটা এসে পৌঁছয় না প্রশাসনের কাছে৷ কিন্তু সাধারণ মানুষ চাইলে সেই খরব পৌঁছে দিতে পারে৷ টাকা দিয়ে কোনও দল তাঁদের প্রভাবিত করতে চাইলে অবিলম্বে তাঁরা সেই বিষয়ে অভিযোগ জানাতে পারেন৷ কন্ট্রোল রুম খোলা থাকবে ২৪x৭৷ আয়কর দফতরের কর্তা জানিয়েছেন, গত কয়েক বছরে সাধারণ মানুষের কাছ থেকে বহু তথ্য এসেছে৷ বড় অঙ্কের কালো টাকার হদিশ মিলেছে৷ এবারও তা সম্ভব হবে বলেই আশাবাদী আয়কর দফতর৷