বেতন বকেয়া থাকলেও পঠন-পাঠন বন্ধ করা যাবে না, কড়া নির্দেশ হাইকোর্টের

বেতন বকেয়া থাকলেও পঠন-পাঠন বন্ধ করা যাবে না, কড়া নির্দেশ হাইকোর্টের

কলকাতা: রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের৷ বেতন বকেয়া থাকলেও পঠন-পাঠন বন্ধ করা যাবে না, নির্দেশ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের৷

রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে যদি কোনও অভিভাবক বেতন দিতে না পারেন তাহলে তার সন্তানের পঠন-পাঠনে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করবেন স্কুল কর্তৃপক্ষ৷ যদি স্কুলগুলির বিরুদ্ধে এই ধরনের কোন অভিযোগ আসে, সে ক্ষেত্রেও অভিভাবকরা হাইকোর্টে দ্বারস্ত হতে পারেন৷ ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের কোন সমস্যা হয় সেক্ষেত্রে হাইকোর্ট সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে৷ নির্দেশ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের৷ 

গত এপ্রিল মাসে আইনজীবী রাজা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন হাইকোর্টে৷ স্কুলের ফি বৃদ্ধির উপরে মানুষের কষ্ট যতে দূর করা যায়৷ পরবর্তীকালে উচ্চ আদালত ১৩ অক্টোবর নির্দেশ দেয়, বিভিন্ন ছাড় দেওয়ার বিষয়ে৷ ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কিছু স্কুল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়৷ আগামী ৫ এপ্রিল আবার শুনানির দিন ধার্য হয়েছে৷ এই পরিস্থিতিতে কলকাতায় বিভিন্ন স্কুল বিভিন্নভাবে ছাত্র-ছাত্রীদের স্কুলের ফি নিয়ে শোষণের অভিযোগ করছেন অভিভাবকদের একাংশ৷ মূলত, এর প্রতিবাদে কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করা হয়৷ এই আবেদনের শুনানিতে আজ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দেন, স্কুল ফি বকেয়া থাকলে কোন পড়ুয়াকে পঠন-পাঠন থেকে বঞ্চিত রাখা যাবে না৷ কোনও অভিযোগ থাকলে স্কুলকে লিখিত জবাব আদালতে দাখিল করতে বলে আদালত৷ এই মামলার পরবর্তী শুনানি ২৩এপ্রিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *