জালে ৫২ কেজির পেল্লাই ভোলা ভেটকি, রাতারাতি  লাখপতি বৃদ্ধা

জালে ৫২ কেজির পেল্লাই ভোলা ভেটকি, রাতারাতি  লাখপতি বৃদ্ধা

কলকাতা: ছেঁড়া কাঁথা থেকে রাতারাতি একেবারে লাখপতি৷ মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ল ৫২ কেজির পেল্লাই ভোলা ভেটকি৷ সেই মাছ বেচেই রাতারাতি লাখপতি হয়ে গেলেন সাগরদ্বীপের চকফুলডুবি গ্রামের এক বৃদ্ধা৷ 

আরও পড়ুন- লিড হবেই, প্রয়োজনে বুথজ্যাম করে ভোট করাব, অনুব্রতকে ‘কথা’ দিলেন বুথ সভাপতি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সেদিনও মাছ ধরতে গিয়েছিলেন পুষ্পা কর নামে ওই বৃদ্ধা৷ সেই সময়ই তাঁর জালে ধরা দেয় এই বিশালাকার ভোলা ভেটকি৷ সঙ্হে সঙ্গে খবর দেন বাড়ির লোককে৷ সেটিকে তুলে আনেন তাঁরা৷ সেই সঙ্গে তাঁর হাতে চলে আসে একেবারে জ্যাকপট৷ ৩ লাখেরও বেশি দামে বিক্রি করেন অতিকায় মাছটিকে৷ এই বৃহদাকার ভোলা ভেটকিটিকে দেখতে ভিড় জমান স্থানীয় মানুষ৷ অনেকেই কেনার জন্য এগিয়ে আসেন৷ পরে ৬,২০০ টাকা কেজি দরে স্থানীয় বাজারে বিক্রি হয়ে যায় ৫২ কেজির ভোলা ভেটকিটি৷ এই মাছটি বিক্রি করে ৩ লক্ষ ৩০ হাজার ২০০ টাকা পেয়েছে পুষ্পাদেবী৷ 

আরও পড়ুন- ডাহা ফেল ভারতীয় অর্থনীতি! হাল দেখে চূড়ান্ত ক্ষুব্ধ নোবেলজয়ী অভিজিৎ

তিনি বলেন, ‘‘এই মাছটি আমার ভাগ্য বদলে দিয়েছে৷ আমি জীবনে এত বড় মাছ কোনও দিন দেখিনি৷ মীন ধরার জন্য জাল পেতেছিলাম৷ ভাবতেও পারিনি এত বড় মাছ উঠবে৷’’ স্থানীয় বাসিন্দারা জানান, বৃহৎ মাছটি কোনও ভাবে জাহাজ বা বড় নৌকার ধাক্কা খেয়ে পাড়ের দিকে ভেসে এসেছিল৷ না হলে এত বড় মাছ পাড়ের দিকে আসে না৷ আর সেটিই ধরে পড়েছে পুষ্পাদেবীর জালে৷ তাঁদের কথায়, মাছ ও মাছ বিক্রির টাকা দুটোই বেশ বড়৷ অনেক কসরৎ করেই মাছটিকে বাজার পর্যন্ত নিয়ে আসা হয়৷ সাহায্য করেন স্থানীয়রাই৷ 

এতদিন মাছ ধরেই চলত পুষ্পদেবীর অভাবের সংসার৷ এক দিন জাল না ফেলা মানেই খাওয়া বন্ধ৷ দুই ছেলেকে নিয়ে সংসার তাঁর৷  ৩৫ ও ৩৮ বছরের দুই ছেলেকে নিয়ে খাঁড়িতে মাছ ধরেন তিনি৷ এই মাছই এবার বদলে দিল তাঁর ভাগ্য৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *