Aajbikel

প্রয়াত পিয়ারলেস কর্তা, কে ছিলেন শিল্পপতি সুনীলকান্তি রায়? কী ভাবেই বা উত্থান?

 | 
এসকে রায়

কলকাতা: প্রয়াত বিশিষ্ট শিল্পপতি তথা পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস কে রায়। রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৭৮ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে খবর৷ তিনি ছিলেন একজন পদ্মশ্রী প্রাপক৷ 

আরও পড়ুন- রবি ঠাকুরেরে নোবেল চুরির সঙ্গে যোগ আছে তৃণমূলের! বিজেপির নয়া দাবি


১৯৮৫ সালে দাদা বি কে রায়ের মৃত্যুর পর পিয়ারলেসের দায়িত্বভার গ্রহণ করেন সুনীলকান্তি রায়। পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ছাড়াও ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর ডিরেক্টর বোর্ডের সদস্য ছিলেন তিনি৷  ছাড়াও একাধিক সামাজিক কল্যানমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন এস কে রায়। আর্থিক, বিমা,স্বাস্থ্য, হোটেল, আবাসন, অটোমোবাইল, সিকিউরিটিজ ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গিয়েছেন এই বিশিষ্ট শিল্পপতি৷ 


১৯৪৪ সালের ৪ জানুয়ারি রেসিডুয়ারি নন-ব্যাঙ্কিং কোম্পানি (RNBC)-র প্রতিষ্ঠাতা রাধেশ্যাম রায়ের ঘরে জন্ম সুনীল কান্তি রায়ের৷ কলকাতাতেই বেড়ে ওঠা তাঁর৷ পড়াশোনাও করেছেন কলকাতা থেকে৷ ছিলেন সিটি কলেজের ছাত্র৷ দাদার মৃত্যুর পর থেকে ৩৭ বছর পিয়ারলেস গ্রুপের দায়িত্ব সামলেছেন তিনি৷ সমাজের প্রতি তাঁর অবদানের স্বীকৃতি হিসাবে ২০০৯ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়৷ 


পিয়ারলেস হসপিটেক্স হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড, বেঙ্গল পিয়ারলেস হাউজিং ডেভেলপমেন্ট লিমিটেড, পিয়ারলেস সিকিউরিটিজ লিমিটেড এবং পিয়ারলেস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টর ছিলেন৷ পাশাপাশি পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশনের পরিচালক বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।


তিনি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এর পাশাপাশি বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)-র কার্যনির্বাহী কমিটির সদস্যও ছিলেন৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি লিখেছেন, সুনীল কান্তি রায়ের মৃত্যুতে শিল্প ও বাণিজ্য জগতের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সুনীলকান্তি রায়ের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই৷ নিজের শোকবার্তায় শিল্পপতি সুনীলকান্তি রায়ের সামাজিক কর্মকাণ্ডের কথাও উল্লেখ করেছেন মমতা বন্দোপাধ্যায়। শোকপ্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও৷ 

Around The Web

Trending News

You May like