Aajbikel

রবি ঠাকুরেরে নোবেল চুরির সঙ্গে যোগ আছে তৃণমূলের! বিজেপির নয়া দাবি

 | 
নোবেল

কলকাতা: রবীন্দ্র জয়ন্তীর দিন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির প্রসঙ্গ তিনি মাঝে মাঝেই তোলাপাড় হচ্ছে রাজ্য। আজকেই আলোড়ন সৃষ্টি করা মন্তব্য করেছেন পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। তার দাবি, নোবেল পুরষ্কার দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নাকি অপমান করা হয়েছিল তাই বাংলার ছেলেরা সেটি চুরি করে নিয়েছে। এবার নোবেল চুরি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকেই বিঁধলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর বক্তব্য, নোবেল চুরির সঙ্গে জড়িত বাংলার শাসক দল।

আরও পড়ুন- অশনি’-র চোখরাঙানি উপেক্ষা করেই দিঘায় পর্যটকের ঢল, সামাল দিতে হিমশিম প্রশাসন

কেন এমন গুরুতর অভিযোগ তুললেন রাহুল সিনহা, তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। রাহুলের কথায়, রাজ্য সরকার নোবেল চুরির তদন্তে সিবিআইকে সাহায্য করেনি। যখন গোয়েন্দা সংস্থার সাহায্যের দরকার ছিল তখন অসহযোগিতা করা হয়েছে। আর এখন তারাই চিৎকার করছে নোবেল পাওয়া যায়নি বলে। তৃণমূলই আদতে নোবেল চুরির সঙ্গে যুক্ত তাই তারা সাহায্য করেনি সিবিআইকে। এমনই দাবি তাঁর। এদিকে সরকারের তরফে দাবি করা হয়েছে, সিবিআই না পারলে তারা নোবেল চুরির তদন্ত করতে রাজি। সেই প্রেক্ষিতে রাহুলের বক্তব্য, তৃণমূলের যোগ আছে নোবেল চুরিতে। এখন তাই মমতা সরকারকেই নোবেল খুঁজে দিতে হবে।

আসলে ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর মন্তব্য ঘিরে বিরাট শোরগোল বেঁধেছে এমনিতেই। কারণ তিনি বলেছেন, বিজেপি এখন সব কিছুতে সিবিআই-সিবিআই করে লাফাচ্ছে, কিন্তু চুরি যাওয়া নোবেল খুঁজে বার করতে পারেনি তারা। তাই এখন আবার বাংলার পুলিশকে কাজে লাগানো হচ্ছে। তারা সিবিআইয়ের থেকে তথ্য নিয়ে নোবেল খুঁজে বের করবে। অন্যদিকে অবশ্য তৃণমূলের তরফে বক্তব্য, যখন নোবেল চুরি হয় তখন তারা ক্ষমতাতেই ছিল না।

Around The Web

Trending News

You May like