বাজি পোড়ালেই হতে পারে ৫ বছরের জেল, ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা

বাজি পোড়ালেই হতে পারে ৫ বছরের জেল, ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা

কলকাতা: বাজি বিক্রি থেকে ব্যবহার, এই সংক্রান্ত যে কোনও অপরাধের জন্য আরও কড়া হল এনভায়রনমেন্ট প্রোটেকশন আইন (ইপি)৷ অপরাধ প্রমাণিত হলে পাঁচ বছর পর্যন্ত সাজা হতে পারে অভিযুক্ত ব্যক্তির৷ দিতে হতে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, জানাল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ৷  

আরও পড়ুন- কল্যাণের কুকথা, ক্ষোভ বাড়ছে দলের অন্দরে

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ইতিমধ্যেই কলকাতা এবং বাংলার অন্যান্য প্রান্তে হটস্পটগুলির একটি তালিকা প্রকাশ করেছে৷ এই সকল এলাকাগুলিতে বিগত বছরগুলিতে কালীপুজোর দিন সবচেয়ে বেশি আইন লঙ্ঘিত হয়েছে৷ পর্ষদের এই তালিকা সংশ্লিষ্ট এলাকার পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ এই বছর করোনা আবহে বাজি কেনা-বেচা এবং ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং জাতীয় পরিবেশ আদালত৷ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সেক্রেটারি রাজেশ কুমার বলেন, গত বছর প্রথম বার কঠোর আইন প্রয়োগ করা হয়েছিল৷ এখনও ১৫টি মামলা বিভিন্ন পর্যায়ে আদালতে ঝুলে রয়েছে৷ গত বছর পর্যন্ত আমাদের মূল লক্ষ্য ছিল তীব্র শব্দ বন্ধ করা৷ এই বছর মূল ফোকাস বায়ু দূষণ৷ কোভিড পরিস্থিতিতে শ্বাসকষ্টজনিত সমস্যা আরও বেশি করে চিন্তা বাড়াবে৷ আতসবাজির দূষণে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আগাম সতর্ক করেছেন বিশেষজ্ঞরা৷ সেকারণেই সব ধরনের বাজি নিষিদ্ধ করা হয়েছে৷ এমনকী নিষিদ্ধ হয়েছে ফুলঝুড়ি আর তুবড়িও৷  

আরও পড়ুন- মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত রাজীব, দলের অন্দরে ভাঙনের আশঙ্কা!

রাজেশ কুমার বলেন, ‘‘শুধু শব্দ বাজি নয়, এই বছর কোনও রকম বাজি পোড়ানোর অনুমতি নেই৷’’ তিনি আরও জানান, শহরে চারটি ভ্রাম্যমান পিসিবি টিম থাকবে৷ থাকবে কেন্দ্রীয় পিসিবি কন্ট্রোল রুম৷ যেখানে সাধারণ মানুষ তাঁদের অভিযোগ দায়ের করতে পারবেন৷ কোনও রকম আইন লঙ্ঘনের খবর পেলেই ব্যবস্থা নেওয়া হবে৷ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তালিকা পাওয়ার পর সতর্ক লাল বাজার৷ গত পাঁচ বছরে যে এলাকাগুলিতে সবচেয়ে বেশি শব্দ দূষণ হয়েছে সেই এলাকাগুলির উপর কড়া নজর রাখা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =