‘‌তেমনভাবে চিনি না’‌, অর্পিতার ‘ঘনিষ্ঠতা’ এরিয়ে দাবি পার্থের

‘‌তেমনভাবে চিনি না’‌, অর্পিতার ‘ঘনিষ্ঠতা’ এরিয়ে দাবি পার্থের

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে প্রাক্তন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী গ্রেফতার হওয়ার পর থেকেই চর্চায় তাঁদের ব্যক্তিগত সম্পর্ক৷ ইতিমধ্যেই পার্থ-অর্পিতার একাধিক যৌথ সম্পত্তির হিদস পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ রয়েছে তাঁদের যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট৷ শুধু তাই নয়, অর্পিতার ৩১টি জীবনবিমায় নমিনি পার্থ চট্টোপাধ্যায়৷ এর পরেও পার্থ বলছেন, ‘‘অর্পিতা মুখোপাধ্যায়কে তেমনভাবে চিনি না৷’’ তথ্য গোপন করতেই পার্থ এমনটা বলছেন বলে মনে করছেন ইডি-র অফিসাররা৷ 

আরও পড়ুন- রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে গেল ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক

পার্থ-অর্পিতার বিপুল সম্পত্তির উৎস খুঁজতে বৃহস্পতিবার ফের তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করেন ইডি অফিসাররা৷ ইডি সূত্রে খবর,  সেই সময়েই  অর্পিতা মুখোপাধ্যায়কে চেনেন না বলে দাবি করেন প্রাক্তন মন্ত্রী। ইডি অফিসাররা পার্থকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি অর্পিতাকে চেনেন?’ জবাবে পার্থ বলেন, ‘না তেমনভাবে চিনি না। অনেকেই আমার কাছে আসেন৷ তখনই দেখেছি। নাকতলার পুজোতেও দেখেছি।’  তাঁর এহেন মন্তব্যের পরই পার্থকে প্রশ্ন করা হয়, ‘অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে৷ সে কথা আপনি জানেন?’ পার্থর জবাব, ‘শুনলাম। তবে ওই টাকা আমার নয়।’ 

ইডি সূত্রে দাবি, একের পর এক তথ্য প্রমাণ সামনে রাখার পরও পার্থ বলছেন,  তিনি অর্পিতাকে চেনেন না৷ এমনকী ভুলে যাওয়ার ভানও করছেন৷ এর পর শান্তিনিকেতনের বাড়ি ও যৌথ সম্পত্তির নথি দেখানোর পর ফ্যালফ্যাল করে অফিসারদের মুখের দিকে চেয়ে থাকেন তিনি৷ যেন সবটাই তাঁর অজানা। এমনকী অর্পিতার জীবন বিমার নমিনি হিসাবে তাঁর নাম প্রকাশ্যে আসার পরেও অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘তদন্ত চলছে। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে সরকারের অবস্থান মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সবটা জানিয়েছেন। সেখানে তদন্তের মাঝে পার্থ কী বলছেন, তা নিয়ে কিছু বলার যুক্তি নেই।’