রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে গেল ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক

রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে গেল ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক

4bb40f1ffbe2a946a4018a45d1847cf1

কলকাতা: ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক এবার আবেদন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্য যে রায় দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ জানিয়ে এই আবেদন। আজই দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। মামলা দায়েরের পর দ্রুত শুনানির বিবেচনা জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- তৃণমূলের ১০০ নাম দিয়েছি! অমিত সাক্ষাতের পর বললেন শুভেন্দু

ঝাড়খণ্ডের বহিষ্কৃত তিন কংগ্রেস বিধায়ক গ্রেফতার হয়েছেন। তারাই সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বুধবার। অভিযুক্ত বিধায়কদের কাছ থেকে নগত টাকা উদ্ধার করা হয়েছে। তাঁরা জানিয়েছেন এ রাজ্যে তাঁরা কাপড় জামা কিনতে এসেছিলেন। কিন্ত টাকাটা সম্পর্কে সঠিক তথ্য তাঁরা পুলিশের কাছে দিতে পারেনি। তিন কংগ্রেসের বিধায়ককে টাকা সমেত গ্রেফতার করে পাঁচলা থানা পুলিশ আধিকারিকরা। কিন্তু কংগ্রেস বিধায়করাই সিবিআই তদন্ত চাইছেন এই ঘটনায়। যদিও হাইকোর্ট স্পষ্ট রায়ে জানিয়েছে, রাজ্যের তদন্তকারী সংস্থাই তদন্ত চালিয়ে যাবে। অর্থাৎ কংগ্রেস বিধায়কদের আর্জি খারিজ করা হয়েছে। এখন এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেল তাঁরা।

মামলার শুনানিতে রাজ্যর যুক্তি ছিল, প্রাথমিক তদন্তে প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে তদন্তকারী সংস্থা পরিবর্তন করলে তদন্তের গতিপ্রকৃতি পাল্টে যেতে পারে। রাজ্য এও মনে করিয়ে দেয়, বেসরকারি টিভি চ্যানেলের সঞ্চালক অর্ণব গোস্বামী মামলায় তিনি অন্য সংস্থা দিয়ে তদন্তের আবেদন জানিয়েছিলেন কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এছাড়াও সরকার আদালতে জানায়, একজন অভিযুক্ত কখনই কোন তদন্তকারী দলকে দিয়ে ঘটনার তদন্ত করা হবে তার প্রেক্ষিতে আবেদন করতে পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *