তৃণমূলের ১০০ নাম দিয়েছি! অমিত সাক্ষাতের পর বললেন শুভেন্দু

তৃণমূলের ১০০ নাম দিয়েছি! অমিত সাক্ষাতের পর বললেন শুভেন্দু

কলকাতা: মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠক নিয়ে জল্পনা বিরাট ছিল। আর কৌতূহল আরও বাড়ল কারণ বৈঠক শেষে বিস্ফোরক তথ্য দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, অমিত শাহের কাছে ১০০ জন তৃণমূল নেতা-নেত্রীর নামের তালিকা দিয়েছেন! কীসের জন্য এই তালিকা, কেনই বা দিলেন তিনি, সেটাও খোলসা করেছেন।

আরও পড়ুন- সারদা কাণ্ড: শুভেন্দুর বিরুদ্ধে থানায় মামলা, কেস ডায়েরি তলব হাইকোর্টের

শুভেন্দু জানান, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি শাহের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে তাঁকে জানিয়েছেন, বাংলার সরকার কী ভাবে দুর্নীতি করছে এবং রাজ্যের বর্তমান অবস্থা কী হয়েছে। বিজেপি বিধায়কের কথায়, ১০০ জন তৃণমূল নেতাদের নাম তিনি তাঁকে দিয়েছেন। এদের মধ্যে বিধায়ক, সাংসদ রয়েছেন। মন্ত্রীও রয়েছেন। সকলেই নাকি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাছ থেকে কাজ করেছেন। শুভেন্দু জানিয়েছেন, দুর্নীতি নিয়ে যে তদন্ত শুরু হয়েছে তার শেষ দেখতে চান তিনি। সেই কারণেই এই তালিকা নিয়ে তিনি সাহায্য করতে চেয়েছেন। এছাড়াও তাঁর দাবি, যে টাকা উদ্ধার হয়েছে তা শুধু ওই দু’জনের নয়, প্রচুর কালেক্টর আছে। ব্লক অনুযায়ী কালেক্টর আছে, জেলা অনুযায়ীও আছে।

বেশ কিছুদিন ধরেই শুভেন্দু দাবি করছেন আগামী লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল সরকার পড়ে যাবে। যদিও কিসের ভিত্তিতে এই দাবি তিনি করেছেন তার কোনও সদুত্তর পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর এই বৈঠক এবং এমন বিস্ফোরক মন্তব্য সত্যি কি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? সেটা এই মুহূর্তে বলা কঠিন হলেও আগামী সময়ে তা যে স্পষ্ট হবে সেটা বলাই যায়। আসলে তৃণমূল কংগ্রেস ‘ষড়যন্ত্র’ তত্ত্বই তুলে ধরতে মরিয়ে হয়ে গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 11 =