‘রাজভবন ছেড়ে বিজেপি’তে যোগ দিক রাজ্যপাল’,  কটাক্ষ পার্থর

‘রাজভবন ছেড়ে বিজেপি’তে যোগ দিক রাজ্যপাল’,  কটাক্ষ পার্থর

কলকাতা:  রাজ্যপালের সঙ্গে শাসক দলের সংঘাত রাজ্য রাজনীতির এক অতিপরিচিত ছবি৷ রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে একাধিক ইস্যুতে রাজ্যের সঙ্গে বিবাদে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আবার রাজ্যপালকে বিজেপি’র ধ্বজাধারী বলে বিঁধতে ছাড়েনি তৃণমূলও৷ এদিন আরও একবার রাজ্যপালকে একহাত নিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁকে সরাসরি বিজেপি’তে যোগ দেওয়ার আহ্বান জানালেন তিনি৷ রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনীতি করা নিয়েও হুঁশিয়ার করলেন শিক্ষামন্ত্রী৷ 

আরও পড়ুন- তোলাবাজের তাণ্ডব! সবজি বাজারে ঢুকে ছুরিকাঘাত ব্যবসায়ীকে

এদিন তোপ দেগে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘ওঁর উচিত রাজ্যপালের পদ থেকে সরে দাঁড়ানো৷ উনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দিলীপবাবুকে সরিয়ে সভাপতি’র পদে বসার দাবি জানাতে পারেন৷ অত বড় বাড়িতেও থাকবেন, আবার বিরোধী দলের মতো কথাও বলবেন, দুটো এক সঙ্গে হতে পারে না৷ বড় বাড়ি ছেড়ে বিজেপি’র দু-চারজন নেতা যে ভাবে কাজ করছে, উনি সে ভাবেই কাজ করুক৷’’ তিনি আরও বলেন, ‘‘বিজেপি নেতাদের চেয়েও উনি যে বেশি বিরোধিতা করতে পারেন, তা দেখানোর লড়াইয়ে নেমেছেন রাজ্যপাল৷ উনি রাজ্যপালের পদের গরিমাকে কালিমালিপ্ত করেছেন৷’’

এদিকেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন শুনেই রেগে যান পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় এখনও তৃণমূলেরই সদস্য৷ উনি নিজে বারবার তৃণমূলে থাকার কথা বলেছেন৷ জোড় করে তাঁকে প্রতিদিন সংবাদ শিরোনামে আনার চেষ্টা চলছে৷ উনি কী করছেন বা করবেন, সে বিষয়ে ওঁকেই প্রশ্ন করা হোক৷ তবে সুনীল মণ্ডলের গাড়ির উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান শিক্ষামন্ত্রী৷ 

আরও পড়ুন- ভরদুপুরে নৈহাটিতে শ্যুটআউট , গুলিবিদ্ধ এক তৃণমূল সমর্থক

প্রসঙ্গত, শনিবার হেস্টিংসে সদ্য দলত্যাগী সুনীল মণ্ডলের গাড়ির উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হেস্টিংস৷ ঘটনার তীব্র নিন্দা জানান শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, ২১ বছর তৃণমূল করেছি, সেটা ভাবতে লজ্জা হচ্ছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 11 =