কলকাতা: দলের বিধায়ক, সাংসদ থেকে সর্বস্তরের নেতাদের নিয়ে রাজ্য কমিটির বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকের পর যে কিছু রদবদল হবে, তা প্রত্যাশিত। বৃহস্পতিবার নতুন তৃণমূল ভবনে বৈঠকের পর শৃঙ্খলারক্ষা কমিটিতে ঘটল বড়সড় রদবদল। কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর বদলে কমিটির নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন সুব্রত বক্সি। কমিটির কাজে মোটেই সন্তুষ্ট নন মমতা বন্দ্যোপাধ্যায়। অসন্তুষ্ট পার্থর কাজেও৷
আরও পড়ুন- শাহি সফরের মাঝেই কাশিপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, বাড়িতে যাবেন আমিত শাহ
এদিন তৃণমূলের রাজ্য কমিটির বৈঠকে দলের নানা দিক নিয়ে আলোচনার মধ্যে আচমকাই শৃঙ্খলারক্ষা কমিটির কাজের প্রসঙ্গ তোলেন দলনেত্রী। তিনি বলেন, ‘কখন শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হচ্ছে, তা খবরের কাগজ পড়ে জানতে হয়। এবার থেকে আমাকে জানিয়ে বৈঠক ডাকতে হবে।’ পার্থ চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে সুব্রত বক্সিকে এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিন। নেত্রীর এই সিদ্ধান্তকে সকলেই স্বাগত জানিয়েছেন৷ এই মুহূর্তে সুব্রত বক্সি দলের রাজ্য সম্পাদক। সেই সঙ্গে বাড়তি দায়িত্ব দেওয়া হল তাঁকে৷
সম্প্রতি তৃণমূল স্তরের বিভিন্ন নেতার ‘প্রাসাদ’ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সংবাদমাধ্যমে। এ প্রসঙ্গে এদিন দলীয় নেতাদের কাছে মমতা প্রশ্ন করেন, ‘এত টাকা কীসের জন্য প্রয়োজন? কী করেন এত টাকা দিয়ে?’ পাশাপাশি বিগত কয়েক দিনে বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব৷ বগটুইয়ের পর দলের অভ্যন্তরীণ কোন্দলও দলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে৷ বিভিন্ন স্তরের নেতা নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় ক্ষুব্ধ মমতা। তাই একেবারে সংগঠনের খোলনলচে বদলে ফেলতে চান তিনি। সেই কারণেই জেলা সফর শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>