কলকাতা: অমিত শাহের বঙ্গ সফরের মাঝেই কাশীপুরে বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্যমৃত্যু। আজ সকালে রেল কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার কথা জানতে পেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দলীয় কর্মীর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে কলকাতা বিমানবন্দরে নেমে শাহ সোজা কাশীপুরে অর্জুনের বাড়িতে যাবেন বলে জানিয়েছেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি কল্যাণ চৌবে৷
আরও পড়ুন-এবার দেবাংশুকে কিনতে চান টুইটার কর্তা এলন মাস্ক! কী বললেন যুব তৃণমূল নেতা
বিজেপি সূত্রে খবর, কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে দলের কাজকর্ম দেখাশোনা দায়িত্ব ছিল অর্জুনের কাঁধে। বৃহস্পতিবার রাতে ২০০ বাইকের একটি র্যালির আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাতেই এই বাইক র্যালির আয়োজন করা হয়েছিল৷ কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে যাওয়ার কথা ছিল অর্জুনের। কিন্তু শুক্রবার সকালে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ৷
টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনির বাসিন্দা ছিলেন বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়া। আজ সকালে ওই এলাকারই রেল কোয়ার্টারের পরিত্যক্ত ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়৷ খবর পেয়ে দেহ উদ্ধারে আসে চিৎপুর থানার পুলিশ৷ কিন্তু, এলাকায় ঢুকতেই বাধার মুখে পড়তে হয় পুলিশকে৷ ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ।
স্থানীয়দের কথায়, অর্জুন বিজেপি’র সক্রিয় কর্মী ছিলেন। বিধানসভা ও পুরসভা নির্বাচনে দলের হয়ে দিনরাত খেটেছিলেন। শুক্রবার অমিত শাহের কর্মসূচিতেও নির্দিষ্ট দায়িত্ব ছিল তাঁর উপরে। কিন্তু, পুরভোটের পর থেকেই অর্জুনকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় থাকলেও পা ছিল মাটি ছুঁয়ে৷ সেটা দেখেই অর্জুনের পরিবারের দাবি, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে। যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। সেই আশ্বাস না দিলে দেহ ছাড়া হবে না। তদন্তের দাবি জানিয়েছে বিজেপি’ও।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>