কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৭ তম জন্মদিনটি আজ বাম শূন্য বিধানসভায় পালন করা হয়। তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ইন্ডিয়ান সেকুলার নওশাদ সিদ্দিকী সহ অন্যান্যরা। জ্যোতি বসুর মন্ত্রিসভার সদস্য বর্তমানে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের পরেশ অধিকারীও তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। নবান্নেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তবে আজ বাম শূন্য বিধানসভা নিয়ে নিজের ভাবনা ব্যক্ত করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বললেন, বিধানসভায় বাম, কংগ্রেস না থাকা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়।
এদিন পার্থ বলেন, তৃণমূল কংগগ্রেসের বিরোধিতা করতে গিয়ে বাম, কংগ্রেস নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এটা গণতন্ত্রের পক্ষে কখনই সুখকর নয়। এবারের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট হয়েছিল, তাদের সঙ্গে জুড়েছিল আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। মনে করা হয়েছিল যে এই জোট বাংলার এই বছরের বিধানসভায় কিছু একটা করে দেখাবে, কিন্তু অবশেষে দেখা যায় বিধানসভা নির্বাচনে একটিও আসন পেতে সক্ষম হয়নি তারা। ইতিহাস করে শূন্য আসনের জন্য এবার বিধানসভা বাম, কংগ্রেস বিহীন। জোটের তরফে শুধু রয়েছেন নওসাদ সিদ্দিকি। বিজেপি হয়ে গিয়েছে বাংলার মূল বিরোধী দল। আর এই বিষয় নিয়েই কখনও কটাক্ষ, আবার কখনও আক্ষেপের সুর শোনা গিয়েছে শাসক শিবিরের অন্দরে।
আরও পড়ুন- মহারাজের জন্মদিনের শুভেচ্ছা জানাতে বেহালায় মমতা
বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জিতে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাট্রিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বাম, কংগ্রেস শূন্য বিধানসভা নিয়ে তাঁকেও আক্ষেপ প্রকাশ করতে দেখা গিয়েছিল। উল্লেখ্য, এক দশক আগে তৃণমূল কংগ্রেসের হাতেই পতন হয়েছিল তিন দশক পুরানো বাম সম্রাজ্যের। এক দশক পর পশ্চিমবঙ্গ বিধানসভা বাম শূন্য। ১৯৪৬ সালের পর এই প্রথম।