মহারাজের জন্মদিনের শুভেচ্ছা জানাতে বেহালায় মমতা

মহারাজের জন্মদিনের শুভেচ্ছা জানাতে বেহালায় মমতা

কলকাতা:  হাফ সেঞ্চুরির দোড়গোড়ায় দাদা৷ আজ ৪৯ বছরে পা দিলেন মহারাজ৷ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভাসলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ দাদাকে শুভেচ্ছা জানাতে বেহালায় পৌঁছলেন খোদ মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন- ‘আত্মনির্ভর ভারত নয়, লুটেরা ভারত তৈরি করেছে BJP,’ বিরোধীদের নিশানা পার্থর

তবে করোনা পরিস্থিতিতে কোনও জাঁকজমক নয়, নেহাতই অনাড়ম্বর ভাবে নিজের জন্মদিন পালন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তবে কেটেছেন কেক৷ পরিবারের সদস্যদের নিয়েই মেতেছেন উদযাপনে৷ এদিকে আজ বিকেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালা বীরেন রায় রোডের বাড়িতে তাঁকে শুভেচ্ছা জানাতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিকেল পাঁচটা নাগাদ সৌরভের বাড়িতে ঢোকে মুখ্যমন্ত্রীর কনভয়৷ এর আগে সৌরভের বাড়ি লাগোয়া অফিসে কেকও কাটেন দাদা৷ বিকেলে তাঁর বাড়িতে উপস্থিত ছিল ঘনিষ্ঠ কিছু ভক্ত ও অনুরাগী৷ সৌরভের বাড়িতে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ৷  ভোটের আগেও সৌরভের রাজনীতির ইনিংস শুরু করে নিয়ে জল্পনা মাথা চাড়া দিয়েছিল। এবার মুখ্যমন্ত্রীর আগমনে সেই জল্পনা আরও একবার মাথাচাড়া দিল। 

এদিন সৌরভ বলেন, জন্মদিনের কোনও পরিকল্পনা নেই৷ কোভিড পরিস্থিতিতে যটতা নিয়ম মানা যায়, সেটাই ভালো৷  তবে তাঁর বাড়িতে মুখ্যমন্ত্রীর আগমন নিয়ে অনেকেই রহস্য খুঁজছেন। যদিও দাদার সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বেশ ভাল৷ এর আগে বুকে যন্ত্রণা নিয়ে সৌরভ হাসপাতালে ভর্তি থাকার সময়েও তাঁকে দেখতে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ খোঁজ নিয়েছেন ফোন করেও৷  এদিন ভারতের দেশের বিভিন্ন প্রান্ত থেকে  প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানান ক্রিকেটাররা৷ ফোন করেছিলেন শচীন, ভিভিএল লক্ষ্মণ৷  শুভেচ্ছা জানান বিশিষ্ট রাজনীতিবিদরাও৷ দাদাকে বিশেষ উপহার দিয়েছেন স্ত্রী ডোনাও৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =