জেলের লনে মুখোমুখি কুন্তল-পার্থ! আমার নামটাই বললে তুমি? চাপা স্বরে মিলল জবাব

জেলের লনে মুখোমুখি কুন্তল-পার্থ! আমার নামটাই বললে তুমি? চাপা স্বরে মিলল জবাব

 কলকাতা: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ দু’জনেই এখন  একই জেলের বাসিন্দা৷ জেলে বন্দিদের মধ্যে দেখাসাক্ষাৎ হয় রোজই৷ জেলের সেলের সামনে রয়েছে এক ফালি লন। সেখানে নির্দিষ্ট সময়ে ঘোরাফেরা করতে পারেন আবাসিকরা। সবাই একই সময়ে থাকলে অনেক সময় দেখা সাক্ষাৎ হয়ে যায়। মঙ্গলবার তেমনই মুখোমুখি হলেন পার্থ-কুন্তল। বাকি বন্দিদের ভিড়ের মাঝেই ফিসফাস করে এক প্রস্ত কথাবার্তা হয়ে গেল তাঁদের। 

আরও পড়ুন- এখনই সঠিক বিচার হবে না, বিজেপি নেতার করা মামলার প্রেক্ষিতে দাবি এজি’র

প্রেসিডেন্সি জেলের ‘পহেলা বাইশ’ সেলের বাসিন্দা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ মোট ২২টি সেল থাকায় এই ব্লকের নাম হয়েছে ‘পহেলা বাইশ’। গত বৃহস্পতিবার থেকে সেখানে থাকতে শুরু করেছেন কুন্তল৷ সেখানে বাইশ নম্বর ঘরটি এখন তাঁর।  মঙ্গলবার পার্থ ও কুন্তল দু’জনেই ঘোরাঘুরি করছিলেন পয়লা বাইশ লাগোয়া লনে। সেখানে বাকি বন্দিরাও ছিল। জেল সূত্রে খবর, কুন্তলকে দেখতে পেয়েই পার্থর প্রশ্ন, ‘‘এই, তুমি আমাকে চেনো? তুমি আমার নামটাই নিলে?’’ কুন্তল সেই প্রশ্ন শুনে মিনমিনে গলায় তাঁর জবাব দেন৷ তবে বন্দিরা সে কথা শুনতে পেয়ে যান৷  চাপা স্বরে কুন্তল বলেন ‘‘আলাপ নেই।’’ তার পরেই তিনি চুপ করে যান৷

কুন্তলের রিম্যান্ড পেপারে ইডি লিখেছে, বেআইনি নিয়োগের জন্য যে অর্থ চাকরিপ্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করেছিলেন কুন্তল, তা প্রভাবশালীদের পকেটে গিয়েছে৷ তার মধ্যে রয়েছেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েটও৷ অর্থ গিয়েছে তাঁর সহযোগীদের হাতেও। সেই  রিপোর্টের খবর সংবাদমাধ্যমে প্রকাশিতও হয়৷ সম্ভবত সেই কারণেই পার্থর এই প্রশ্ন৷