কলকাতা: বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্যের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। কেন্দ্রের অর্থ নয়ছয়ের অভিযোগে দায়ের হয়েছিল এই মামলা। কিন্তু মঙ্গলবার আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানালেন, এখন এই নিয়ে মামলা শুনলে তার সঠিক বিচার হবে না। কিন্তু কোন যুক্তিতে তিনি এই দাবি করলেন?
আরও পড়ুন- ঘুড়ে যেতে পারে যুদ্ধের মোড়! বিশ্বের কোন কোন দেশের হাতে রয়েছে শক্তিশালী ট্যাঙ্ক?
এজি আদালতে জানিয়েছেন, যে ক্যাগ রিপোর্টের ওপর ভিত্তি করে কেন্দ্রের অর্থ নয়ছয়ের অভিযোগে মামলা হয়েছে, সেই ক্যাগ রিপোর্ট বিবেচনার জন্য এখন বিধানসভায় রয়েছে। গত বছর মার্চ মাসে ওই রিপোর্ট বিধানসভায় পেশ হয়েছে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানিয়েছেন তিনি। তাই এখন এই নিয়ে মামলা শুনলে তার সঠিক বিচার হবে না বলে দাবি এজি’র। তিনি আরও বলেছেন, যাবতীয় প্রকল্পের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট তাদের কাছে আছে। সময়ে সে সব নথি পেশ করা হবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বিক্ষোভ প্রসঙ্গে মুখ খুললেন মমতা! CM Mamata on Didir doots facing protests” width=”560″>
রাজ্যের বিরুদ্ধে অনেক আগে থেকেই দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষা বা নিয়োগ সংক্রান্ত দুর্নীতি তো আছেই, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পাঠানো অর্থ খরচ করা নিয়েও নানান অভিযোগ আছে। যাদের মধ্যে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের করা মামলা অন্যতম। বিজেপি নেতা আদালতে জনস্বার্থ মামলা করে মূল অভিযোগ করেছিলেন যে, কেন্দ্রের তরফ থেকে যে টাকা পাঠানো হয়েছে তার কোনও হিসেব নেই। পুর ও নগর উন্নয়নের টাকা খরচের ইউটিলাইজ সার্টিফিকেট নেই। মূলত শিক্ষা দফতর ও পঞ্চায়েত দফতরে টাকা নয়ছয় হয়েছে বলেই অভিযোগ। এমনকি কোন খাতে কী খরচ হয়েছে তারও কোনও হিসেব নেই বলেই দাবি।