কলকাতা: তৃণমূল কংগ্রেস দল তাঁর বিরুদ্ধে সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে। রাজ্য সরকারও তাঁকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কিন্তু তিনি কি দলের সঙ্গে আছেন? এই নিয়ে আগেও নির্দিষ্ট দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আজও করলেন। স্পষ্ট জানালেন, তিনি ‘দলের’ সঙ্গে আছেন। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরই পার্থর মন্ত্রিত্ব যায়, তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু দল সম্পর্কে নিজের অবস্থান বদলাননি তিনি।
আরও পড়ুন- ‘আমাদের জেলে পাঠিয়ে দিন, অন্তত উপোস করতে হবে না’, আদালতে কাতর আর্জি গ্রুপ সি’র চাকরিহারাদের
এদিন আলিপুর আদালত চত্বর থেকে মামলার শুনানি শেষে পার্থ চট্টোপাধ্যায় যখন বেরচ্ছিলেন, তখন তাঁকে এই সম্পর্কিত কিছু প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, তিনি কি এখনও তৃণমূলের সঙ্গেই আছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই পার্থ প্রায় চিৎকার করেই বলেন, ‘আছি আছি আছি।’ এর আগে পার্থকে একাধিকবার দলের এবং দলীয় কর্মীদের পাশে থাকার কথা বলতে শোনা গিয়েছে। কোনও সময়ই তিনি বিরূপ কিছু মন্তব্য করেননি। বরং এও জানিয়েছিলেন যে, দল তাঁকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক। তবে আজ আগের থেকে আরও জোর গলায় তিনি দলের সঙ্গে থাকার বার্তা দিতে চাইলেন বলেই মত অনেকের।
” style=”border: 0px; overflow: hidden”” title=”দুর্নীতিতে আরও প্রভাবশালী নাম! ED unearths important details over recruitment scam” width=”560″>
আজকের শুনানিতে আবার আদালতে ৫ মিনিট কথা বলার সুযোগ চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সেই সুযোগ মিলেছিল। পার্থ বলেন, তিনি নিয়োগ কর্তা নন। তাহলে মন্ত্রী হওয়া কি অপরাধ তাঁর? তবে তিনি এও জানান যে, এই রাজ্যের বিচার ব্যবস্থার প্রতি তাঁর ভরসা রয়েছে কিন্তু দীর্ঘ ৮ মাস তিনি অন্ধকারে আছেন। পার্থ দাবি করেন, দীর্ঘ সময় ধরে তিনি রাজনীতিতে আছেন, কিন্তু এত বছরেও তাঁর বিরুদ্ধে কারোর কোনও অভিযোগ ছিল না। এমনকি কোনও থানায় তাঁর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি।