কলকাতা: রাজ্যপালের টুইটে রাজস্থানি কবি কানাইয়ালাল শেঠিয়ার ‘জন্মবার্ষিকী’ বদলে গেল ‘মৃত্যুবার্ষিকীতে’৷ যা নিয়ে রীতিমতো শোরগোল৷ ভুল সামনে আসতেই একহাত নিল তৃণমূল৷ ভুল টুইট নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে খোঁচা দিলেন পার্থ চট্টোপাধ্যায়৷
আরও পড়ুন- নন্দীগ্রামে হারের যন্ত্রণা নিয়েই চলতে হবে, মমতাকে ‘জ্যেষ্ঠপুত্র’র খোঁচা!
১১ সেপ্টেম্বর রাজস্থান জুড়ে পালিত হচ্ছে বিখ্যাত কবি কানাইয়ালাল শেঠিয়ার ১০২ তম জন্মবার্ষিকী৷ রাজস্থানি ভাষার পাশাপাশি হিন্দিতেও বহু কবিতা লিখেছেন তিনি৷ রাজস্থানি ভাষাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিকেও সমর্থন জানিয়েছিলেন কবি৷ তবে কবিকে শ্রদ্ধা জানাতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়৷ বিষয়টি প্রথম নজরে আসে তৃণমূলের মহাসচিবের৷ তৎক্ষণাৎ আসরে নামেন তিনি৷ এক হাত নিয়ে বলেন, “মহামান্য রাজ্যপাল, অজ্ঞতা কোথায় লুকিয়ে রাখবেন? রাজস্থানে জন্মেও আপনি কানাইয়ালাল শেঠিয়ার জন্মবার্ষিকীকে মৃত্যুবার্ষিকী বলে টুইট করলেন? কৃতীদের অপমান করাই কি আপনার ঐতিহ্য?” এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের টুইট দেখেই নড়েচড়ে বসেন রাজ্যপাল৷ তড়িঘড়ি টুইট বদলে দেন তিনি৷ পরে নতুন করে আরও একটি টুইট করেন রাজ্যপাল৷
আরও পড়ুন- প্রার্থী হয়েই মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রিয়াঙ্কা! রুদ্রকে নিয়ে পুজো দিলেন কালীঘাট মন্দিরে
রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে তাঁর বিবাদের সম্পর্ক৷ সংঘাত সব সময়েই লেগে থাকে৷ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধোনা করেছেন তিনি৷ অন্যদিকে, তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজের এক্তিয়ার ছাড়িয়ে অযথা রাজ্যের বিষয়ে নাক গলাচ্ছেন রাজ্যপাল৷ তবে যে যাই বলুন, তিনি নিজের কাজে অবিচল৷