পার্থের আগমনে বিঘ্ন চিকিৎসায়! ভুবনেশ্বর AIIMS বিক্ষোভ রোগীর পরিজনদের

পার্থের আগমনে বিঘ্ন চিকিৎসায়! ভুবনেশ্বর AIIMS বিক্ষোভ রোগীর পরিজনদের

কলকাতা:  কলকাতা হাই কোর্টের নির্দেশে এসএসকেএম হাসপাতাল থেকে ভুবনেশ্বর এইমসে স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়ছে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ কিন্তু, তাঁর জন্য বিশেষ তৎপরতা তৈরি হয়েছে হাসপাতালে৷ আর মন্ত্রীর কারণেই তাঁরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীর পরিজনদের। সেই অভিযোগেই ভুবনেশ্বর এইমসের সামনে বিক্ষোভ দেখালেন অনেকে। এই বিক্ষোভকারীদের সিংহভাগই বাংলার বাসিন্দা। তাঁদের দাবি, রাজ্যে চিকিৎসা পরিষেবা না পেয়ে ভিন রাজ্যে এসেছেন। কিন্তু সেখানেও বিঘ্ন ঘটছে, শুধুমাত্র এ রাজ্যের ‘ভিআইপি’ রোগীর জন্য৷ 

আরও পড়ুন- ‘মা’কে দেখবেন’ মন্তব্য করে কটাক্ষের শিকার অর্পিতা, নেটিজেনরা দিল দাওয়াই

কিন্তু কেন এই বিক্ষোভ, এক রোগীর কথায়,  এ রাজ্যে চিকিৎসার সুবিধা না পেয়ে বাড়ি থেকে এতখানি দূরে ছুটে গিয়েছেন চিকিৎসার জন্য। তাঁর আরও দাবি, রাজ্যে ছেলেমেয়েদের কাজকর্মও নেই। ওষুধপত্রেরও অনেক দাম। ওই মহিলার কথায়,  ভুবনেশ্বরে এসে লাইন দিয়ে ওষুধ জোগাড় করতে হয়। এখানে চিকিৎসার বিস্তর ঝামেলা৷ তিনি নিজেও ডাক্তার দেখানোর জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছেন৷ এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায় এইমসে আসার পরই শুরু হয় ঠেলাঠেলি৷ ভিড়ের মধ্যে অনেকে চোটও পান৷ অভিযোগ, মন্ত্রীমশাইয়ের জন্যই সাধারণ মানুষের চিকিৎসা পেতে অসুবিধা হচ্ছে৷