‘মা’কে দেখবেন’ মন্তব্য করে কটাক্ষের শিকার অর্পিতা, নেটিজেনরা দিল দাওয়াই

‘মা’কে দেখবেন’ মন্তব্য করে কটাক্ষের শিকার অর্পিতা, নেটিজেনরা দিল দাওয়াই

কলকাতা: মেয়ে ঠিক কী করত তা ভালো করে জানতেন না মা। সংবাদমাধ্যেম এও জানা গিয়েছে যে, বেশি দিন মায়ের সঙ্গে দেখাও করতে আসত না ২০ কোটি কাণ্ডের অর্পিতা মুখোপাধ্যায়। এখন সে নিজেই মায়ের কথা বলতে গিয়ে ট্রোলড হল। ইডি গ্রেফতার করে অর্পিতাকে হাসপাতালে নিয়ে যায় মেডিক্যাল পরীক্ষার জন্য। সেখান থেকে বেরিয়েই মা’কে নিয়ে মন্তব্য করে সে। ‘মা’কে একটু দেখবেন’, এই মন্তব্য করার পর অর্পিতাকে নিয়ে চরম ট্রোলিং শুরু হয়েছে। নেট মাধ্যেম ছেয়ে গিয়েছে একের পর এক মিম, কটাক্ষের বন্যা চারিদিকে। পার্থ কাণ্ডে ধরা পরে শ্লেষের শিকার হয়েছেন অর্পিতা, এবার মা’কে নিয়ে মন্তব্য করে হলেন।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতে ধাক্কা শাসক দলের, জামিন খারিজ ১৩ জনের

ইডি জানিয়েছে, অর্পিতার একাধিক বহুমূল্য সম্পত্তি রয়েছে। ৩ থেকে ৪ টে ফ্ল্যাট, নিজের বাড়ি। তবে তাঁর মায়ের বক্তব্য, মেয়ের উপার্জনের ব্যাপারে তিনি বেশ কিছুই জানেন না। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, মডেলিং করতেন মেয়ে। ওড়িশার বেশ কিছু সিনেমা অভিনয় করেন। প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন। দিনদুয়েক আগেও বাড়িতে এসেছিলেন। কিন্তু এর বাইরে সে কী করত তা তাঁর জানা নেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, মায়ের সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল না অর্পিতার। তাঁর মাও জানিয়েছেন, মেয়ের ব্যাপারে জানলে বা মেয়ে যদি তাঁর কথা শুনত তাহলে তাঁর বিয়ে দিয়ে দিতেন। এখন তাই মাকে নিয়ে মন্তব্য করতেই নিন্দার ঝড় শুরু। সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ লিখেছেন, ‘মায়ের কথা শুনলে আজ এই দিন আসত না।’ আবার কেউ লিখেছেন, ‘এতদিন মাকে দেখেননি। আগামী দিনেও যে দেখবেন না, বোঝা গিয়েছিল।’ সব মিলিয়ে আবারও চর্চায় অর্পিতা মুখোপাধ্যায়। তবে এবারেও বিতর্কিত কারণে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 13 =