কলকাতা: মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর এসএসসি চাকরিতে বড়সড় ষড়যন্ত্রের ইঙ্গিত৷ কী ভাবে আচমকা প্রার্থী তালিকায় তাঁর নাম এল তাঁর? কী ভাবেই বা মেখলিগঞ্জের স্কুলে শিক্ষিকার চাকরি পেলেন তিনি, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ নিয়োগ কেলেঙ্কারির পর্দা ফাঁস করতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই মোতাবেক মঙ্গলবার রাতেই পদাতিক এক্সপ্রেসে ওঠেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী৷ গন্তব্য ছিল কলকাতা৷ বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছয় ট্রেন৷ কিন্তু, শিয়ালদা স্টেশনে নামেননি মন্ত্রীমশাই৷ তবে কি মাঝপথেই তিনি গন্তব্য পরিবর্তন করলেন তিনি? কোথায় নামলেন পরেশ? পরে জানা যায়, তিনি নাকি বর্ধমান স্টেশনে নেমে পড়েছেন৷ সেখান থেকে হয়তো সড়ক পথে কলকাতা আসবেন৷
আরও পড়ুন- সময় পেরিয়ে গেলেও দেখা নেই মন্ত্রীর, অপেক্ষায় সিবিআই! উচ্চ আদালতের পথে মন্ত্রী-বাবা
এসএসসি নিয়োগের মেধা তালিকায় নামই ছিল না পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর৷ তফশিলি জাতির প্রার্থী তালিকায় প্রথম নাম ছিল ববিতা বর্মনের৷ অদ্ভূত ভাবে ওই তালিকায় প্রথম স্থানে উঠে আসে অঙ্কিতা অধিকারীর নাম৷ ববিতা চলে যায় দ্বিতীয় স্থানে৷ ববিতার চেয়ে কম নম্বর পেয়ে কী ভাবে প্রথমস্থানে অঙ্কিতার নাম উঠে এল তা নিয়েই মামলা হয় হাই কোর্টে৷
২০১৮ সালে তপসিয়ায় তৃণমূল ভবনে দলের মহাসচিব, তথা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন কোচবিহারের বামফ্রন্ট নেতা পরেশ অধিকারী। এর ঠিক ৭২ ঘণ্টার মধ্যে কোচবিহারে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ‘ওয়েট লিস্টে’ নাম ওঠে পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর। এই ঘটনায় তোপ দেগে সুজন চক্রবর্তী বলেন, ‘‘পার্সোনালিটি টেস্ট ছাড়া কী ভাবে চাকরি পেলেন অঙ্কিতা? কারণ তিনি প্রভাবশালী৷
একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগে দুর্নীতি হয়েছিল৷ কোচবিহার মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান শাখায় চাকরি পান অঙ্কিতা৷ অথচ এখনও চাকরি পাননি ববিতা৷ মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন ভার্চুয়ালি কথা বললেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে। তিনি জানান, ২০১৮ সালের অগাস্ট মাসেরাস্ট্র বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে নিয়োগ পান অঙ্কিতা। পাশাপাশি তিনি জানান অঙ্কিতার প্রাপ্ত নম্বর ৬১। অ্যাকাডেমিক স্কোর ৩১, ব্রেক অফ মাক্স ৩০ পেয়েছেন৷ মামলাকারি ববিতা বর্মনের প্রাপ্ত নম্বর ৭৭/৩৬/৩৩৷ ইন্টারভিউতে পেয়েছেন ৮।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>