সময় পেরিয়ে গেলেও দেখা নেই মন্ত্রীর, অপেক্ষায় সিবিআই! উচ্চ আদালতের পথে মন্ত্রী-বাবা

সময় পেরিয়ে গেলেও দেখা নেই মন্ত্রীর, অপেক্ষায় সিবিআই! উচ্চ আদালতের পথে মন্ত্রী-বাবা

কলকাতা: মঙ্গলবার দুপুরেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে রাত আটটার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে রাজ্যের মন্ত্রী কলকাতার সিবিআই দপ্তরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ট্রেন ধরলেন পৌনে আটটা নাগাদ। অথচ তাঁকে আসতে হবে জলপাইগুড়ির স্টেশন রোড থেকে কলকাতা। খুব স্বাভাবিকভাবেই পূর্ব নির্ধারিত সময়ে মন্ত্রী যে হাজিরা দিতে পারবেন না, তা স্পষ্ট ছিল। এদিকে মন্ত্রীর অপেক্ষায় পথ চেয়ে বসে থাকেন সিবিআই আধিকারিকরা। জানা যাচ্ছে, মন্ত্রীর জন্য রাত দশটা পর্যন্ত অপেক্ষা করবেন তাঁরা। যদিও, শোনা যাচ্ছে, বুধবার সকালে কলকাতায় পা রাখার পর উচ্চ বেঞ্চে আবেদন করতে পারেন মন্ত্রী। নাও যে পারেন সিবিআই দফরে।

মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী অস্বচ্ছ উপায়ে স্কুল শিক্ষিকার চাকরি পেয়েছেন, এই দাবিতে কলকাতা হাইকোর্টে করা একটি মামলায় মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্ত্রী পরেশ অধিকারীকে রাত আটটার মধ্যে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেন। অন্যদিকে এই মামলার তদন্তভারও মঙ্গলবার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এদিন সন্ধ্যায় জানা যায়, সিবিআই দপ্তরে হাজিরা দিতে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে রাত পৌনে আটটা নাগাদ পদাতিক এক্সপ্রেস ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন পরেশ। সঙ্গে মেয়ে অঙ্কিতা অধিকারীও রয়েছেন। এদিকে সিবিআই হাজিরা প্রসঙ্গে মন্ত্রী পরেশ অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সরাসরি জানান, ‘শুনলাম চাকরির ব্যাপার নিয়ে হাইকোর্ট থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই বিষয়ে আমি আর কিছুই জানিনা। আমি এখন নর্থবেঙ্গলে, রাত আটটার মধ্যে কলকাতায় যাব কি করে?’ এমনকি এই প্রসঙ্গে আইনজীবীর সঙ্গে কোন কথা হয়নি বলেও জানিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, ‘এ প্রসঙ্গে আইনজীবীদের সঙ্গে কোন কথা হয়নি। কোর্টের কাগজপত্র না দেখে কিছু বলতে পারছি না।’

পরেশ অধিকারীর মেয়ের বিরুদ্ধে অভিযোগ, মেধাতালিকায় নাম না থাকা সত্বেও কোচবিহারের একটি সরকারি স্কুলে চাকরি পেয়েছেন অঙ্কিতা অধিকারী। ক্ষমতার অপব্যবহার করেই মেয়েকে এই চাকরি পাইয়ে দিয়েছেন মন্ত্রী, এমনটাই অভিযোগ। এই মর্মেই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। যার শুনানি ছিল মঙ্গলবার। তখনই মন্ত্রীকে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি।