কয়লাকাণ্ডে যোগ? অনুব্রত ‘ঘনিষ্ঠ’ এক পুলিশ কর্তাকে তলব সিবিআইয়ের

কয়লাকাণ্ডে যোগ? অনুব্রত ‘ঘনিষ্ঠ’ এক পুলিশ কর্তাকে তলব সিবিআইয়ের

কলকাতা: গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়ে আপাতত দিল্লিতে ইডি হেফাজতে আছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু ওই মামলার সঙ্গে কয়লা পাচার মামলাতেও যেন তাঁর যোগসূত্র মিলছে। কারণ জানা গিয়েছে, অনুব্রত ঘনিষ্ঠ এক পুলিশ আধিকারিককে সিবিআই নিজাম প্যালেসে তলব করেছে জিজ্ঞাসাবাদের জন্য। অনুমান করা হচ্ছে, কয়লা পাচার মামলায় অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার থেকে ‘প্রোটেকশন মানি’ নিয়ে এই আধিকারিক তাঁকে সাহায্য করতেন। 

আরও পড়ুন- চিকিৎসার খরচ নিয়ন্ত্রণে জোর, বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম নিয়ে পদক্ষেপ

মঙ্গলবার যে পুলিশ আধিকারিককে সিবিআই তলব করেছে তিনি হলেন শেখ মহম্মদ আলি। ইনি বর্তমানে সিউড়ি থানায় আইসি হিসাবে কর্মরত। এর আগে তিনি ছিলেন মহম্মদবাজার থানার ওসি। সিবিআই সন্দেহ করছে, এই পুলিশ আধিকারিক অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এবং তিনি কয়লা পাচারের টাকা নিয়ে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে সাহায্য করেছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ধারণা বীরভূমের একাধিক থানা এলাকা কয়লা পাচারের ‘রুট’ হিসেবে ব্যবহৃত হত। তাই সেইসব এলাকার পুলিশদের কী ভূমিকা ছিল সেটাই খতিয়ে দেখতে চায় তারা।