বোলপুর: পুরভোটে সকাল থেকেই উত্তপ্ত অনুব্রত গড়। বোলপুরের বুথে সকাল থেকেই ছাপ্পা ভোটের অভিযোগ উঠছিল। ৫ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে সরব হন বিরোধীরা৷ পরিস্থিতি এমন হয় যে, ভোটার কার্ড ছাড়াই এক ব্যক্তি পরপর দুবার ভোট দেন। সাংবাদিকরা প্রশ্ন করতেই বলেন, আপনারা ভুল দেখেছেন৷
আরও পড়ুন- ভোট দিতে পারেননি! আক্ষেপ নিয়ে কাদের নিশানা করলেন অর্জুন
অভিযোগ, ভোটার কার্ড ছাড়াই বুথে ঢুকে ভোট দিচ্ছে তৃণমূলের লোকজন। সেই ছবি ক্যামেরাবন্দি করতে গেলে সংবাদিকদের উপর চড়াও হন দুষ্কৃতীরা৷ আবার বোলপুরের অর্জুন লাল স্কুলের বুথ থেকে ভোট দিয়ে বেরনোর সময় সাংবাদিকরা প্রশ্ন করলে পালিয়ে যান এক ভোটার। সাধারণ ভোটাররা কোথায় ভোট দিচ্ছেন, সে দিকেও নজর রাখছেন তৃণমূলের এজেন্টরা!
বীরভূমের সিউড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের নুরাই পাড়ায় ১৪৩ নম্বর বুথেও ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে৷ অভিযোগ তুলেছে কংগ্রেস। কংগ্রেসের বুথ এজেন্ট চঞ্চল চট্টোপাধ্যায়ের অভিযোগ, তাঁর সামনেই দেদার ছাপ্পা ভোট চলছে। তিনি বলেন, ‘প্রশাসনকে বারবার বলেও কোনও লাভ হচ্ছে না।’ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তাঁরা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>