ভোট দিতে পারেননি! আক্ষেপ নিয়ে কাদের নিশানা করলেন অর্জুন

ভোট দিতে পারেননি! আক্ষেপ নিয়ে কাদের নিশানা করলেন অর্জুন

কলকাতা: সকাল থেকে ভোট শুরু হতেই জায়গায় জায়গায় অশান্তির খবর সামনে এসেছে। উত্তেজনা থেকে বাদ যায়নি অর্জুন সিংয়ের ভাটপাড়াও। সেখানে তিন তিনটি বুথে অশান্তি হয়েছে বলে জানা যায়। পরিস্থিতি এমন যে অর্জুন সিং নিজেই ভোট দিতে পারেননি বলে জানা গিয়েছে। এই বিষয় নিয়ে আক্ষেপ করে তিনি নিশানা করেছেন কিছু ‘গদ্দার’দের।

আরও পড়ুন- উত্তর ব্যারাকপুরে তাণ্ডব! নির্দল প্রার্থীকে বেধড়ক মার, চড়-ঘুষি-লাথি

ভাটপাড়ায় আজ ইভিএম ভাঙার অভিযোগ উঠেছে। তাও আবার বিজেপির এজেন্টের বিরুদ্ধে। সামগ্রিকভাবে পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত। এই ইস্যুতেই অর্জুনের বক্তব্য, যেভাবে ভোট হচ্ছে তাতে মনে হয় না এটা গণতন্ত্র, মমতাতন্ত্র চলছে বাংলাতে। কিন্তু নিজের এলাকায় যিনি ভোট করান বলে পরিচিতি তিনি নিজে কেন ভোট দিতে পারলেন না? না কোনও সন্ত্রাস বা তাঁকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে তা নয়। আসলে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কোনও প্রার্থী নেই।, যেখানে তিনি ভোট দেন! কিন্তু কেন? আসলে এই ওয়ার্ডে বিজেপি প্রার্থী করেছিল সৌরভ সিংকে। যিনি সম্পর্কে অর্জুন সিংয়ের ভাইপো। কিন্তু নির্বাচনের প্রাক্কালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাই এই ওয়ার্ডে আর ভোট দিলেন না অর্জুন। তাঁর কথায়, কিছু ‘গদ্দার’র জন্য আজ তিনি ভোট দিতে পারেননি। জীবনে প্রথমবার ভোট দিতে পারেননি।

অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে অর্জুন আরও বলেছেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় তৃণমূলের কোর ভোটার মুসলিমদের ভোট দিতে দেওয়া হচ্ছে না৷ এখনও পর্যন্ত তাঁর ১৬-১৭ জন লোককে গ্রেফতার করা হয়েছে৷ পোলিং এজেন্টকে গ্রেফতার করা হয়েছে৷ প্রার্থীর নির্বাচনী এজেন্টকে গ্রেফতার করা হচ্ছে৷ সমস্ত ভাটপাড়ায় চাপা সন্ত্রাস চলছে৷ আমাদের ৪ জন প্রার্থীকে মারা হয়েছে৷ তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *