OMR সিটের ৯০ শতাংশে গরমিল! চাকরি হারাতে পারেন গ্রুপ-সি কর্মীরাও

OMR সিটের ৯০ শতাংশে গরমিল! চাকরি হারাতে পারেন গ্রুপ-সি কর্মীরাও

81f183dd4c5a1235dd697187852e455f

কলকাতা: নবম-দশম এবং গ্রুপ ডি নিয়ে তো হইচই চলছেই। কিন্তু নিয়োগ কাণ্ড থেকে বাদ ছিল না গ্রুপ সি’ও। এবার এই কর্মীদের একাংশেরও চাকরি চলে যেতে পারে। কারণ তাদের ক্ষেত্রেও ওএমআর সিটের ৯০ শতাংশে কারচুপি ধরা পড়েছে। যার তালিকা ইতিমধ্যেই নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ২০১৬-এর গ্রুপ সি পদের চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁদের ওএমআর শিটে গরমিল ছিল, তার তালিকা প্রকাশ করতে হবে। সেই মতোই এদিন এই তালিকা প্রকাশ করেছে এসএসসি।

আরও পড়ুন- নিয়োগ ইস্যুতে মিছিলের অনুমতি শেষমেষ মিলল, তবে মানতে হবে আদালতের শর্ত

তথ্য অনুযায়ী, মোট ৩ হাজার ৪৭৭ জনের ওএমআর সিট পরীক্ষা করে দেখা হয়েছে। তার মধ্যে ৩ হাজার ১১৫ জনের ওএমআরেই গোলমাল! অর্থাৎ প্রায় ৯০ শতাংশ ওএমআর সিটে কারচুপি হয়েছে। আর মাত্র ৩৬২ জনের ওএমআর সঠিক, সেখানে কোনও বিকৃতি নেই। আদালতের নির্দেশেই ওই ৩ হাজার ১১৫ জনের নাম বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এসএসসি। আর এই তালিকা দেখেই প্রশ্ন উঠেছে যে গ্রুপ ডি বা নবম-দশমের মতো গ্রুপ সি’র কর্মীদের এবার চাকরি যাবে কিনা। পাশাপাশি বেতন ফেরত দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়েছে।