তাহেরুপুর: পুরভোটে বাংলায় ফের সবুজঝড়৷ তারই মাঝে কোনও ভাবে অস্তিত্ব জিইয়ে রাখল বামেরা৷ তাহেরপুরে পুরসভা দখল নিল কাস্তে হাতুড়ি৷ ফলে রাতারাতি বঙ্গ রাজনীতিতে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল তাহেরপুর। পুরভোটের ফলপ্রকাশের পর রাতারাতি অপসারণ করা হল তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাসকে৷ তাঁর বদলে তাহেরপুর থানার ওসি করা হল ধানতলা থানার ভারপ্রাপ্ত ওসি অমিতোষ রায়কে। আর ধানতলা থানার ওসি-র পদে নিয়ে আসা হয়েছে রজনী বিশ্বাসকে। রাজনৈতিক মহলের দাবি, তাহেরপুর পুরসভার বামফ্রন্টের দখলে যেতেই এই প্রশাসনিক রদবদল।
আরও পড়ুন- ‘উনি তো বাঘিনী!’ দিলীপের মুখে মমতা স্তুতি?
সবুজ সাইক্লোনে বিরোধীরা যখন কার্যত দিশেহারা, তখন অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে বামেরা। তাহেরপুর পুরসভার ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮ টি ওয়ার্ডে জয়ী সিপিএম৷ বাকি ৫টি ওয়ার্ড গিয়েছে তৃণমূলের দখলে। রাজনীতির কারবারিরা বলছেন, সিপিএমের এই জয়ের নেপথ্য একটা স্ট্র্যাটেজি কাজ করেছে। কারণ পুরভোটে সিপিএম তরুণ প্রজন্মের ওপর অধিক আস্থা রেখেছে। কিন্তু ফলপ্রকাশের পর রাতারাতি কেন তাহেরপুর থানার ওসি বদল করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনিক এই রদবদলের পিছনে কি ভোটের ফল দায়ী? যদিও প্রশাসনিক সূত্রে দাবি, এটি নিছকই রুটিন বদল। এক সঙ্গে পুরভোটের ফলের কোনও যোগ নেই৷ তবে এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি থানার উচ্চপদস্থ কর্তারা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>