তথ্য গোপনের অভিযোগ! ভবানীপুরে মমতার মনোনয়ন বাতিলের দাবি BJP-র

তথ্য গোপনের অভিযোগ! ভবানীপুরে মমতার মনোনয়ন বাতিলের দাবি BJP-র

কলকাতা:  নন্দীগ্রামের পুনরাবৃত্তি ভবানীপুরে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মনোনয়নে তথ্য গোপনের অভিযোগ দায়ের করল বিজেপি৷ অভিযোগ, হলফনামায় তাঁর বিরুদ্ধে থাকা বেশ কয়েকটি মামলার উল্লেখ করা হয়নি৷

আরও পড়ুন- সিসিটিভিতে মোড়া এলাকা, তবুও বোমা বিস্ফোরণে কাঁপল অর্জুনের বাড়ি

জানা যাচ্ছে ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মুখ্য নির্বাচনী এজেন্ট সজল ঘোষ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি তুলে কমিশনকে চিঠি দিয়েছেন৷ যেখানে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হলফনামায় কিছু তথ্য গোপন করেছেন৷ তাঁর বিরুদ্ধে যে সকল ফৌজদারি মামলা রয়েছে, সে সম্পর্কে কোনও তথ্য হলফনামায় তিনি উল্লেখ করেননি৷ অভিযোগপত্রে আরও বলা হয়েছে, একাধিক থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে৷ যা তিনি নির্বাচনী হলফনামায় এড়িয়ে গিয়েছে৷ 

প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর ছিল ভবানীপুর কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু ১০ তারিখেই আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে নিজের মনোনয়ন পত্র জমা দিয়ে দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার স্ক্রুটিনির সময় তাঁর মনোনয়ন পত্রে এই ত্রুটি তুলে অভিযোগ দায়ের করল বিজেপি। যেখানে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসমের পাঁচটি থানায় বিভিন্ন মামলা রয়েছে৷ যার কথা তিনি উল্লেখ করেননি৷ 

আরও পড়ুন- এবার বিধাননগর সাইবার ক্রাইমের জালে ভুয়ো সিম ডিলার

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামের প্রার্থী হয়েছিলেন, তাঁর বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী৷ যদিও সেই অভিযোগে ধোপে টেকেনি৷ শুভেন্দুর দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি সিবিআই মামলা ও অসমে ৫টি মামলা রয়েছে৷ কিন্তু পরে যানা যায়, শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার থাকার কথা বলছেন,  তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন। অন্য এক মমতা।  এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হল ভবানীপুরে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *