বিধাননগর: একাধিক সাইবার প্রতারণায় ব্যবহৃত হয় সিম কার্ড। এবার সেই ভুয়ো সিম কার্ড ডিলার(প্রভাইডার)কে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গতবছর অক্টোবর মাসের একটি প্রতারণার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে এই ধরণের যেই প্রতারণা করা হত সেই প্রতারণায় ব্যবহৃত সিম কার্ডের তথ্য পুরোটাই ভুয়ো। অর্থাৎ সেই সিম কার্ডে যে ব্যক্তির নাম ঠিকানা ব্যবহার করা হচ্ছে সেই ব্যক্তির ছবি আলাদা। স্বল্প টাকার বিনিময়ে সিম কার্ড তুলে দেওয়া হত প্রতারকদের হাতে।
এই ভুয়ো সিম কার্ডের তদন্ত শুরু করে সোমবার বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ হানা দেয় মালদা জেলায়৷ সেখান থেকেই অভিযুক্ত অমিত কুমার পাইককে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই অমিত কুমার পাইক একটি মোবাইল নেটওয়ার্ক কোম্পানির সিম ডিলার হিসাবে কাজ করত৷ সেখান থেকে প্রাপ্ত সিম জাল ডকুমেন্ট দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে দিত।
এই অমিত প্রতারণা চক্রগুলির কাছে সিম প্রোভাইড করত বলে পুলিশের প্রাথমিক অনুমান। শুধু এই ব্যক্তি নয় এর সঙ্গে আরও কয়েকজন এই ধরনের ভুয়ো সিম কার্ড প্রতারকদের হাতে তুলে দিত। যার মাধ্যম দিয়ে প্রতারণা চক্র চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের অন্যদের খোঁজে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।