‘বন্ধু’ যশ পদ্ম শিবিরে নাম লেখাতেই টুইট খোঁচা নুসরতের!

‘বন্ধু’ যশ পদ্ম শিবিরে নাম লেখাতেই টুইট খোঁচা নুসরতের!

কলকাতা:  ‘যশরত’ জুটির প্রেমপর্ব টলিউডে এখন হট কেক৷ প্রকাশ্যে একাধিকবার যুগলে ধরা দিয়েছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান আর সদ্য বিজেপি’তে যোগ দেওয়া টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত৷ ঘনিষ্ট সম্পর্কে থাকা দুই লাভবার্ডস এখন ভিন্ন রাজনৈতিক দলের সদস্য৷ বিশেষ বন্ধু যশ পদ্ম ব্রিগেডে নাম লেখাতেই টুইট খোঁচা দিলেন নুসরত৷ 

আরও পড়ুন- ভোটের আবহে সাধন-কন্যার পোস্টারে ছয়লাপ বসিরহাট, জল্পনা তুঙ্গে

এদিন দুপুরে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছিলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ‘‘তৃণমূলের লোকেরা বলে তাদের নেত্রী মহিলা বলে তাঁকে আক্রমণ করা হয়৷ কিন্তু আপনারাই বলুন, একজন মেয়ে হয়ে উনি আরেকজন মেয়ের দিকে আঙুল তুলতে পারেন কী করে? এ রাজ্যে ধর্ষণ হলে দিদিমণি ক্ষতিপূরণের মূল্য বেঁধে দিয়েছেন ২০ হাজার, ৪০ হাজার, ৫০ হাজার টাকা৷ কোনও দিন  ভেবেছিলেন আমাদের মা-বোনেদের ইজ্জত এ ভাবে রাস্তায় বিক্রি হবে?’’  

Caption

এর পরেই পাল্টা টুইট করেন তৃণমূল সাংসদ নুসরত জাহান৷ পুরনো একটি ঘটনার প্রসঙ্গ টেনে তীব্র ভর্ৎসনা করে তিনি বলেন, ‘‘আমাদের লোকেরা ঠিক কাজ করেছে৷ ওই মহিলার ভাগ্য ভাল যে হেনস্থা ছাড়া তাঁর সঙ্গে অন্য কিছুই হয়নি।’’  প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছিলেন এক মহিলা৷ সেই সময় তাঁর হাত থেকে পোস্টার কেড়ে নেয় বিজেপি সমর্থকরা৷ তাঁকে হেনস্থাও করা হয়৷ সেই ঘটনার প্রসঙ্গ তুলেই এদিন দিলীপকে বেঁধেন নুসরত৷ 

আরও পড়ুন-  দিদিকে নিয়ে আমার মনে শ্রদ্ধা আছে, মহিলাকে অনেক ভালোবাসি: যশ

বুধবার বিকেলে শহরের পাঁচতারা হোটেলে ‘ঘনিষ্ঠ বন্ধু’ যশ যখন বিজেপি’র পতাকা হাতে তুলে নিচ্ছেন, সেই সময় টুইট যুদ্ধে রত হন নুসরত৷ রাজ্য বিজেপি-র সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের মন্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘‘প্রতিবাদ করলে ঠিক এই ভাবেই মহিলাদের চরিত্রহনন করা হয়।’’ মন্তব্যের শেষে তিনি লেখেন, ‘ফের একবার লজ্জাজনক মন্তব্য’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − ten =