কলকাতা: নিয়োগের দাবিতে কলকাতার পথ উত্তাল হওয়ার আগেই বিক্ষোভকারীদের হঠিয়ে দিল পুলিশ৷ মঙ্গলবার সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল নার্সদের। স্বাস্থ্য ভবনের সামনে জড়ো হয়েছিলেন তাঁরা৷ কিন্তু, বিক্ষোভ শুরুর আগেই তাঁদের সরিয়ে দেয় পুলিশ।
আরও পড়ুন- ‘ঘুষ নিয়ে চাকরি হচ্ছে, আমাদের কাজ কই’, স্বাস্থ্য ভবনের সামনে আওয়াজ তুললেন নার্সরা
এদিন সকাল থেকে ছোটো ছোটো দলে নার্সরা স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত করতে শুরু করেছিলেন৷ এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্বাস্থ্য ভবনের সামনে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী৷ ছিল ব়্যাফ৷ অভিযোগ, কোনও কারণ ছাড়াই তাঁদের জোড় করে পুলিশের গাড়িতে তোলা হয়। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ ভাবেই অবস্থান করছিলেন। কিন্তু তাতে বাঁধা দেয় পুলিশ৷ একজন নার্স বলেন, “আমাদের সঙ্গে কেউ কথাই বলছে না, আমাদের কোনও কথাও শোনা হচ্ছে না। কী করব জানি না, কথা বলতে এসেছিলাম।”
প্রসঙ্গত, কয়েকমাস আগে নার্স নিয়োগ পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা হয়। তিন হাজার পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়৷ কিন্তু সেই তালিকায় বিস্তর গড়মিল রয়েছে বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। অভিযোগ, মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও কাউন্সিলিং-এ ডাক পাননি অনেকে। এর পরেই নিয়োগের দাবিতে গত মে মাসেও স্বাস্থ্য ভবনের সমানে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন পরীক্ষায় উত্তীর্ণ নার্সরা। সে বার দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন বিক্ষোভকারীরা। এমনকী বিক্ষোভ চলাকালীন স্বাস্থ্য ভবনের ভিতরে ঢুকে পড়েছিলেন অন্দোলনরত নার্সরা। অস্থির পরিস্থিতিতে এক জন নার্স অসুস্থও হয়ে পড়েছিলেন। তবে এদিন আর সে সবের সুযোগই দেওয়া হল না৷ বিক্ষোভ শুরুর আগেই নার্সদের সরাল পুলিশ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>