উলটপুরাণ! তালিকায় গ্রুপ সি চাকরিপ্রার্থীর নম্বর এবার বাড়ল না, কমে গেল

উলটপুরাণ! তালিকায় গ্রুপ সি চাকরিপ্রার্থীর নম্বর এবার বাড়ল না, কমে গেল

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে এমন তথ্য উঠে এসেছে যেখানে দেখা গিয়েছে, পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে অনেকে ৫০-এর ওপর নম্বর পেয়েছে। আবার কারোর কারোর শূন্য বা এক-দুই নম্বর বেড়ে হয়েছে ৫৫-৫৬। কিন্তু এবার যা হল তাকে বলা যায় উলট-পুরান। সম্প্রতি গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত যে ওএমআর সিটের তালিকা এসএসসি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে অনেকের নম্বর কমে গিয়েছে। 

আরও পড়ুন- ‘‌সুযোগ পেলে আবার তৃণমূলকর্মীদের চাকরি দেব’‌, বিস্ফোরক মদন

অন্যান্য ক্ষেত্রের মতো গ্রুপ সি নিয়েও একাধিক অভিযোগ সামনে এসেছে। সেই সংক্রান্ত তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এসএসসি সম্প্রতি যে তালিকা প্রকাশ করেছে তা দেখে বিস্মিত খোদ বিচারপতি বিশ্বজিৎ বসু। আগের তালিকায় দেখা গিয়েছে, কারোর নম্বর শূন্য থেকে বেড়ে হয়েছে ৪২ বা ৫২। কিন্তু এবার প্রকাশিত ওই তালিকায় ৫২ থেকে নম্বর কমে দাঁড়িয়েছে ২৩। ঘটনায় অবাক হয়ে এসএসসির কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি।